BRAKING NEWS

অবাধ নির্বাচন কীভাবে করতে হয় ভারত তা দেখিয়ে দিচ্ছে ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ আজ জাতীয় ভোটার দিবস৷ সারা দেশের সাথে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবস পালিত হয়৷ এ দিবসের রাজ্যের মূল অনুষ্ঠান আয়োজিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল তথাগত রায়৷ অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার জি কামেশ্বর রাও, মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডা মিলিন্দ রামটেকে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জিমন্যাস্ট তথা ত্রিপুরা নির্বাচন দপ্তরের আইকন দীপা কর্মকার ও ন্যাশনাল লেভেল প্যারা সুইমার সমীর বর্মণ৷ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই বিশেষ অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল তথাগত রায়৷ তিনি এই অনুষ্ঠানের ইলেকশান এওয়ারন্যাস ক্যালেন্ডার- ২০১৮-এর আবরণও উন্মোচন করেন৷

প্রধান অতিথির ভাষণে রাজ্যপাল তথাগত রায় বলেন, নির্বাচন গণতন্ত্রের অঙ্গ৷ তিনি বলেন, বৃহৎ জনসংখ্যার আমাদের দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন কিভাবে করতে হয় তা আমরা বিশ্বের দেশগুলিকে দেখিয়ে দিতে পেরেছি৷ গণতন্ত্রের ক্রমবিকাশের প্রসঙ্গে তিনি বলেন, ১৯৫২ সালে যখন প্রথম নির্বাচন হয় তখন একটা বড় সংখ্যার মানুষ ছিলো নিরক্ষর৷ তারপর থেকে ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়ায় স্বচ্ছতার জন্য আজ এপিক কার্ড, ভি ভি প্যাট ও অন্যান্য প্রক্রিয়া অন্তর্ভুক্ত হয়েছে৷ এই প্রক্রিয়া এক অসাধারণ কৃতিত্ব৷ এই কৃতিত্বের ভাগ প্রত্যেক ভারতবাসীর৷ স্বাগত ভাষণ রাখতে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি বলেন, এই বছরের জাতীয় ভোটার দিবসটির বিশেষ গুরুত্ব রয়েছে৷ কারণ, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময়ে এই দিবসটি পালিত হচ্ছে৷ তিনি বলেন, এ বছরে রাজ্যের মোট ভোটার সংখ্যা ২৫ লক্ষ ৬৯ হাজার ২১৬ জন, যা রাজ্যের জনসংখ্যার ৬৫ দশমিক ২ শতাংশ৷ এদের মধ্যে সদ্য প্রকাশিত খসড়া তালিকায় ১৮ থেকে ১৯ বছর বয়সের মধ্যে ৪৭ হাজার ৮০৩ জন নতুন ভোটার রয়েছে৷ বর্তমানে রাজ্যে নির্বাচনী পোলিং স্টেশন রয়েছেে ৩ হাজার ২১৪ টি৷ এর মধ্য শহর এলাকায় পোলিং স্টেশনের সংখ্যা ৬৮৫ টি ও গ্রামীণ এলাকায় রয়েছে ৫২৯ টি৷ তিনি বলেন, নির্বাচনী তালিকায় ১০০ শতাংশ স্বচ্ছতা ও রাজ্যের সমস্ত নির্বাচনী বুথ কেন্দ্রগুলিতে পানীয় জল, শৌচালয় ও সর্বোপরি নিরাপত্তার বিষয়গুলি নিশ্চিত করা হচেছ৷

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন রাজ্য নির্বাচন কমিশনার জি কামেশ্বর রাও৷ অনুষ্ঠানের শুরুতে স্টেট আইকন তথা অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমন্যাস্ট দীপা কর্মকার ও এক্সেসিবেল ইলেকশান অ্যাম্বেসেডার সমীর বর্মণ অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও অতিথিদের জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে শপথ বাক্য পাঠ করান৷ তাছাড়া, অনুষ্ঠানে রাজ্যপাল ১০ জন নতুন ভোটারকে সচিত্র পরিচয়পত্র তুলে দেন৷ এই অনুষ্ঠানেই সম্প্রতি আয়োজিত ন্যাশনাল ইলেকশান ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রাজ্যপাল তথাগত রায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *