কলকাতা,২১ জানুয়ারি ( হি.স.): জোট প্রসঙ্গে কংগ্রেসের অবস্থান নিয়ে রবিবার সারাদিন ধরে নানান টানাপড়ন চলল সি পি এমের অন্দরে । জোট প্রসঙ্গে দ্বিধাবিভক্ত সি পি এম, শুরুতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে মেলেনি সমাধান সূত্র । শেষ দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ভোটাভুটির মাধ্যমেই সিদ্ধান্ত হয় । যদিও ‘জোট নিয়ে ভোটাভুটি হলে ইস্তফা দেব,’বলেছিলেন সি পি এমের সাধারণ সম্পাদক ইয়েচুরি । বৈঠকে ২টি খসড়া নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে । পলিটব্যুরোর বৈঠকেও মেলেনি সমাধান সূত্র । কংগ্রেসের সঙ্গে কোনভাবেই নির্বাচনী সমঝোতা নয় । কংগ্রেস-বিজেপির সঙ্গে বজায় রাখা হবে সমদূরত্ব । এই লাইনেই শেষঅবধি সায় দেয় কেন্দ্রীয় কমিটি । প্রকাশ কারাতের খসড়াই চূড়ান্ত হয় । কাজে আসে নি বঙ্গ ব্রিগেডের প্রতিবাদ । ওই খসড়াতেই আলোচনা হবে পার্টি কংগ্রেসে । শেষপর্যন্ত ইয়েচুরির ইস্তফার হুমকি উড়িয়ে দিয়ে ভোটাভুটিতেই সিদ্ধান্ত হয় । ৫৫-৩১ ভোটে জয় হয় কারাত শিবিরের ।
তিনদিনের এই বৈঠকে গত দু’দিন ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট নিয়ে জোরালো সওয়াল করছেন কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য । এক্ষেত্রে বঙ্গ বিগ্রেডের নেতারাও কংগ্রেসকে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে পাশে পেতে চান । সূত্রের খবর, ত্রিপুরা ও কেরালায় বিজেপি-কে হারাতে ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট করতে চাইছিল কেন্দ্রীয় কমিটির একাংশ । কিন্তু, তাতে বাধা দেন কারাতপন্থী নেতারা । শুক্রবার বৈঠকের প্রথমদিন কেন্দ্রীয় কমিটির সম্পাদক সীতায়াম ইয়েচুরি শুরুতেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আহ্বান করেছিলেন । তাঁর লক্ষ্য ছিল, যাতে হায়দরাবাদে পার্টি কংগ্রেস হওয়ার আগেই কেন্দ্রীয় কমিটির বৈঠকে ধর্মনিরপেক্ষ জোট গড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় । কিন্তু তাতে লাভ হয়নি, তাই ভোটাভুটির মধ্য দিয়েই সিদ্ধান্ত হল কংগ্রেসকে পাশে নেওয়া যাবে না ।