BRAKING NEWS

অন্তঃসত্ত্বা গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার শ্বশুর, স্বামী ও শাশুড়ি পলাতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী৷৷ অন্তঃসত্বা গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে৷ গুরুতর জখম অবস্থায় জি বি হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি৷ গৃহবধূর মৃত্যু হয়৷ মৃতার নাম সাগরিকা মালাকার৷ বয়স আনুমানিক ৩৫৷ ঘটনা কৈলাসহর থানার অধীন মলাবাড়ি এলাকায়৷ মৃতার বাবার বাড়ির তরফে কৈলাসহর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ মামলায় অভিযুক্ত করা হয়েছে স্বামী পলাশ মালাকার, শ্বশুর শম্ভু মালাকার এবং শাশুড়ি সন্ধ্যা মালাকারকে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, কৈলাসহরের বাসিন্দা পলাশ মালাকারের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল সাগরিকার৷ বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন করা হত সাগরিকাকে৷ মৃতার বাবার বাড়ির লোকদের অভিযোগ বৃহস্পতিবার রাতে গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী, শ্বশুর ও শাশুড়ি৷ কৈলাসহর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে গুরুতর জখম অবস্থায় সাগরিকাকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ সাগরিকা মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ এদিকে, কৈলাসহর থানার পুলিশ মামলা নিয়ে শ্বশুর শম্ভু মালাকারকে গ্রেপ্তার করেছে৷ স্বামী ও শাশুড়ি পালিয়ে আত্মগোপন করেছে বলে পুলিশ জানিয়েছে৷ এদিকে, যুবতী গৃহবধূকে খুনের ঘটনায় গোটা কৈলাসহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *