BRAKING NEWS

৬০ আসনেই দেবে প্রার্থী, বামেদের বিরুদ্ধে একমাত্র প্রতিদ্বন্দ্বী কংগ্রেসই ঃ অখিলেশ সিং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ বিধানসভা নির্বাচনে ৬০ আসনেই কংগ্রেস প্রার্থী দেবে এবং বামফ্রন্টকে কড়া

বক্তব্য রাখছেন কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অখিলেশ সিং৷

টক্কর দেওয়ার ক্ষমতা একমাত্র এই জাতীয় দলেরই রয়েছে, তা দৃঢ়তার  সাথে জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অখিলেশ প্রসাদ সিং৷ এদিকে, নির্বাচন ঘোষণা হওয়ার সাথেই সাথেই পূর্ব ঘোষিত সম্মেলনে কোন কোন ইস্যুতে কংগ্রেস ভোট চাইবে, তাও স্পষ্ট করে দিলেন পিসিসি সভাপতি বিধায়ক বীরজিৎ সিং৷ তাঁর কথায়, কংগ্রেস সরকার গঠন করলে চালু করা হবে বেকার ভাতা, কৃষকদের জন্য থাকবে ঋণ মেলা এবং  চিটফান্ডে ক্ষতিগ্রস্থদের টাকা আইন মেনে ফেরানোর ব্যবস্থা করবে৷ সাথে যোগ করেন, শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে কংগ্রেস সরকার৷

সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির নির্দেশে জোট ছাড়াই প্রয়োজনে একাই লড়বে প্রদেশ কংগ্রেস৷ ভোটে সর্বোতভাবে সহযোগীতা করবে হাইকমান্ড৷ তাই, একাধিকবাব নির্বাচনী জনসভায় অংশ নিতে আসবেন রাহুল গান্ধি৷ বৃহস্পতিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সদর জেলা কংগ্রেস এবং প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বুথ স্তরীয় কর্মী সম্মেলনে কর্মীদের মনোবল বাড়াতে ঘোষণা দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অখিলেশ প্রসাদ সিং৷ এদিন তিনি প্রদেশ বিজেপি’র নির্বাচনী প্রভারী ড হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধিকে জড়িয়ে নির্বাচনে মাত্র ১৫টি আসনে প্রতিদ্বন্ধিতা করার বক্তব্যের খন্ডন করেন৷ তাঁর কথায়, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৬০টি আসনেই প্রার্থী দেবে৷ শুধু তাই নয়, বামফ্রন্টকে নির্বাচনে টক্কর দেওয়ার ক্ষমতা একমাত্র কংগ্রেসেরই রয়েছে, জোর গলায় দাবি করেন তিনি৷ তাঁর মতে, সিপিএম ও কংগ্রেসকে জড়িয়ে কুৎসা রটানোর কাজ করছে বিজেপি৷ রাজ্যে সিপিএমের সাথে কোন সমঝোতা করবে না কংগ্রেস৷

অখিলেশবাবু বলেন, কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বিধানসভা গেলেও, সেই বিধায়করা এখন বিজেপিতে যোগ দিয়েছেন৷ কিন্তু, তাঁর দৃঢ় বিশ্বাস, একটি কেন্দ্রেও কংগ্রেসত্যাগী বিধায়করা জিততে পারবেন না৷ তাতে তিনি বুঝাতে চেয়েছেন, বাম বিরোধী কেন্দ্রগুলির জনগণ ঐ বিধানসভা আসনে কংগ্রেসকেই জয়ী করেছিলেন৷

বুথস্তরীয় এদিনের কর্মী সম্মেলনে পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা কংগ্রেসের নির্বাচনী এজেন্ডাগুলি তোলে ধরেছেন৷ ভোটের নির্ঘন্ট ঘোষণার খবর পেয়েই এককদম এগিয়ে ইস্তেহারের কোন কোন দিক প্রাধান্য দেওয়া হবে জানিয়েছেন তিনি৷ তাঁর দাবী, কংগ্রেস সরকার গড়লে প্রথমেই চিটফান্ডে প্রতারিত ১৪ লক্ষ আমানত কারীর টাকা ফেরানোর উদ্যোগ প্রক্রিয়া নেওয়া হবে৷ কৃষকদের জন্য কৃষক ঋণমেলা করবে ১৯৮৮ সালের মতো৷ বেকারদের দেওয়া হবে বেকারভাতা৷

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ভূপেন কুমার বোরার মতে রাহুল গান্ধী ভোট প্রচারের আসবেন কোন দ্বিধা দ্বন্দ্ব নেই৷ মোদী ১৫ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান, বছরে ২ কোটি বেকারের কর্মসংস্থান কোথায় হয়েছে, জনগণ কৈফিয়ৎ চাইতে শুরু করেছেন৷ পাহাড়ে বিদ্যুৎ, পরিশ্রুত পানীয় জল পৌছাতে ব্যর্থ সিপিএম৷ তাঁর অভিযোগ, বামেদের ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়েছে৷ শ্রী গান্ধীর হাত ধরে রাজ্যে কংগ্রেস সরকার গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শ্রী বোরা৷

অনিশ খান সম্মেলনে তাঁর বক্তব্যে যোগ করেছেন বুথস্তরে শক্তিশালী করার উপকারীতা৷ গুজরাটে বুথগুলির একটি অংশ দুর্বল হওয়ায় ১০ টি আসনে পরাজিত হয়েছে কংগ্রেস৷ যার খেসারত ক্ষমতায় আসতে পারেনি কংগ্রেস৷ শক্তিশালী বুথ গড়ার ক্ষেত্রে দূর্বলতাগুলি খতিয়ে দেখে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি৷ শক্তিশালী বুথ গঠন করেই শাসক দল ও বিজেপি’কে ভোটে হারানোর টুটকা দিয়েছেন কর্মীদের শ্রী খান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *