BRAKING NEWS

সুগার লেভেল কম, হাসপাতালে চিকিৎসাধীন ভিএইচপি নেতা প্রবীণ তোগাড়িয়া

আহমেদাবাদ, ১৬ জানুয়ারি (হি.স.): শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকারী সভাপতি প্রবীণ তোগাড়িয়া। আহমেদাবাদের চন্দ্রমণি হাসপাতালে সোমবার থেকে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, রক্তে সুগারের মাত্রা কমে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চন্দ্রমণি হাসপাতালের ডিরেক্টর রূপকুমার আগরওয়াল জানান, ‘তোগাড়িয়াকে অচৈতন্য অবস্থায় নিয়ে আসা হয়। প্রবীণ তোগাড়িয়া হাইপোগ্লাইসেমিয়া থেকে সুস্থ হচ্ছেন। ধীরে ধীরে তাঁর জ্ঞান ফিরছে। যদিও এখনই কোনও বিবৃতি দেওয়ার অবস্থা তিনি নেই।”

সোমবার সকাল থেকে বেশ কয়েক ঘণ্টার জন্য নিখোঁজ ছিলেন প্রবীণ তোগাড়িয়া। সোমবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ অটো করে বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় থেকে বেরিয়ে যান প্রবীণ তোগাড়িয়া। এর পরেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এই খবর রটে যাওয়ার পরই বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহমেদাবাদের পথে নেমে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিশ্ব হিন্দু পরিষদ নেতৃত্বের তরফে কর্মীদের শান্ত থাকার জন্য অনুরোধ করার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রবীণ তোগাড়িয়াকে খুঁজতে তৎপর হয়ে ওঠে পুলিশ। চারটি দলে ভাগ হয়ে পুলিশ তাঁর খোঁজ করতে থাকে। অবশেষে অচৈতন্য অবস্থায় আহমেদাবাদের কোটাপুরে একটি পার্কে পাওয়া যায় প্রবীণ তোগাড়িয়াকে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে একটা গুজব রটেছিল যে প্রবীণ তোগাড়িয়াকে রাজস্থান পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। পরে রাজস্থান পুলিশের তরফ থেকে তা অস্বীকার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *