BRAKING NEWS

শীতের দাপটে কাঁপছে পঞ্জাব এবং হরিয়ানা

চণ্ডীগড়, ১৬ জানুয়ারি (হি.স.) : মকর সংক্রান্তির পরেও পঞ্জাব এবং হরিয়ানা শীতের দাপট থামার কোনও লক্ষণ নেই। এদিন পঞ্জাবের আদমপুর ছিল শীতলতম স্থান। যেখানে পারদের কাঁটা নেমে দাঁড়িয়েছে মাইনাস ০.৮ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহে এদিন কাঁপতে থাকে পঞ্জাবের অমৃতসর, হালওয়ারা, বাটিন্ডা। এদিন এইসব শহরে তাপমাত্রা ছিল ১, ১.৩, ১.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ফরিদকোট এবং পাঠানকোটে তাপমাত্রা ২ এবং ৩.৭ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের অন্যান্য শহরগুলির মধ্যে লুধিয়ানা, গুরুদাসপুর, পাটিয়ালা তাপমাত্রা ছিল ৪.২, ৪.৮, ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত শীতের জেরে রাজ্যের সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। দরকার না পড়লে কেউ বাড়ি থেকে এদিন বেরোতে চাইছে না।
অন্যদিকে, পঞ্জাবের পড়শি রাজ্য হরিয়ানায় শীতে সাধারণ মানুষের জবুথবু অবস্থা। এদিন নারনাউল ছিল হরিয়ানার শীতলতম শহর। সেখানে পারদের কাটা নেমে দাঁড়িয়ে ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজ্যের অন্যান্য শহরগুলির মধ্যে হিসার, কার্নাল, সিরসায় এদিন তাপমাত্রা ছিল ৪.১, ৩.২, ৩.২ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের অন্য দুই প্রধান শহর রোহতক এবং আম্বালায় ৬.৬, ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত শীতে ঘন কুয়াশার জেরে অমৃতসরে গণপরিবহন ব্যবস্থা ব্যহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *