BRAKING NEWS

দুর্নীতির অভিযোগ ওঠায় মন্ত্রীপদ থেকে ইস্তফা দিলেন রাণা গুরজিত সিং

চণ্ডীগড়, ১৬ জানুয়ারি (হি.স.): কংগ্রেস শাসিত পঞ্জাবের বিদ্যুৎ এবং সেচমন্ত্রী রাণা গুরজিত সিং পদত্যাগ করলেন। ক্ষমতার অপব্যবহার করে নিজের ব্যক্তিগত সহযোগীদের নামে একাধিক বালি খাদানের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপরেই পদত্যাগ করেন রাণা গুরজিত সিং। সূত্রের খবর, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নির্দেশে বিদ্যুৎ এবং সেচমন্ত্রীর মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। কিন্তু, এখনও জানা যায়নি মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন কিনা।

গত বছরের মে মাসে নিজের নেপালি রাঁধুনি অমিত বাহাদূরের নামে নওয়ানশহরের সেডপুর কুর্দু গ্রামে বালি খাদানের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিদ্যুৎ এবং সেচমন্ত্রী রাণা গুরজিত সিংয়ের বিরুদ্ধে। ওই বালি খাদান বরাতের মূল্য ছিল ২৬.৫১ কোটি টাকা। কিছু খাদানের বরাত তিনি তার অতি ঘনিষ্ট সহযোগী ক্যাপ্টেন জে এস রানধাওয়াকেও পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। অন্যদিকে রাণা গুরজিত সিংয়ের নিজের সংস্থা রাণা সুগার মিলস লিমিটেডের বিরুদ্ধেও বেআইনি ভাবে বিদেশে টাকা রাখার অভিযোগ উঠেছে। তদন্তকারী আধিকারিদের দাবি বিদেশের ব্যাঙ্কগুলিতে রাণা গুরজিত সিংয়ের সংস্থার নামে প্রায় ১০০ কোটি টাকা রাখা আছে। এর পরেই দুর্নীতির প্রসঙ্গে কংগ্রেসের সমালোচনায় মুখর হন রাজ্যের বিরোধী দল আকালী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *