BRAKING NEWS

বিহারে ৪৬ বছরের রেকর্ড ভেঙে ঠান্ডার পারদ নামল ১.২ ডিগ্রিতে

পাটনা, ৯ জানুয়ারি (হি.স.): মঙ্গলবার রেকর্ড সংখ্যার ঠান্ডা পড়ল বিহারে| ঠান্ডায় জবুথবু পাটনার নাগরিক জীবন| আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বিহারে যা ঠান্ডা পড়েছে তা এই রাজ্যে গত ৪৬ বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে| এদিন বিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.২ ডিগ্রী সেলসিয়াস| জানা গিয়েছে, ১৯৭১ সালের ৩১ জানুয়ারি এই রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৩ ডিগ্রিতে নেমেছিল| সেটাই এতদিন সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড ছিল| কিন্তু এদিনের তাপমাত্রা সেই রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানিয়েছে, আবহাওয়া দফতর| রবিবারে রাজ্যের তাপমাত্রা ছিল ৫.৭ ডিগ্রী সেলসিয়াস| এদিন পুর্নিয়ার পরে সুপল শহরে সব চেয়ে বেশি ঠান্ডা পড়েছে বলে জানিয়েছে হওয়া দফতর| এখানের সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রী সেলসিয়াস বলে জানিয়েছেন হওয়া দফতর| আবহাওয়া দফতরের আধিকারিক এস সেনগুপ্ত জানিয়েছেন, আগামী তিন-চার দিন এরাজ্যে তাপমাত্রা বাড়ার কোনও সম্ভবনা নেই| রাজ্যের প্রায় সব শহরগুলিতে এখন শৈত্যপ্রবাহ চলছে| হওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ভাগলপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রী সেলসিয়াস ছিল| তবে গয়ার তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে| রবিবারে যেখানে তাপমাত্রা ছিল ১.৩ ডিগ্রী সেলসিয়াস সেখানে এদিন তাপমাত্রা বেড়ে ৪.১ সেলসিয়াসে দাড়িয়েছে| মুজাফফরপুরের তাপ মাত্রারও কিছুটা পরিবর্তন হয়েছে| এই অঞ্চলের তাপমাত্রা আগের দিনের থেকে কিছুটা কমেছে| আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার এই জায়গার তাপমাত্রা ছিল ৭.৭ ডিগ্রী সেলসিয়াস, সেখানে এদিন এই অঞ্চলের তাপমান কমে ৪.৭ ডিগ্রী সেলসিয়াসে দাড়িয়েছে| আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন পাটনায় শৈত্যপ্রবাহ সৃষ্টি হওয়ায় নাগরিক জীবনে তার ব্যাপক প্রভাব পরেছে| এদিন এখানে সর্বোচ্চ তাপমাত্রার কিছুটা হেরফের হলেও নুন্যতম তাপমাত্রার কোনও পরিবর্তন না হওয়ায় নাগরিক জীবনে তার প্রভাব পড়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *