মনামা, ৮ জানুয়ারি (হি.স.): সর্বভারতীয় সভাপতি হবার পর রাহুল গান্ধী এই প্রথম বার বিদেশ সফরে গেলেন | প্রবাসী ভারতীয়দের ডাকে সাড়া দিয়ে তিনি ইতিমধ্যেই বাহরিন পৌঁছেছেন| সোমবার সকালে তিনি মনামা বিমানবন্দরে নামলে সেখানকার প্রবাসী ভারতীয়রা তাঁকে স্বাগত জানান|
জানা গিয়েছে, কংগ্রেস সর্বভারতীয় সভাপতিকে ওখানে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত করা হয়েছিল| সূত্রের খবর এই অনুষ্ঠানটিতে বিশ্বের ৫০ টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন| কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাহুল বাহরিনের যাওয়ার আগে জানিয়েছিলেন, ওই অনুষ্ঠান যোগ দেওয়া ছাড়াও তিনি বাহরিনের ‘সুলতান হমাস বিন ইশা অল খলিফা’ নামে একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন|
জানা গেছে, এদিন সকালে রাহুল গান্ধীমনামা বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে সেখানকার প্রবাসী ভারতীয়রা কংগ্রেস সভাপতি হবার জন্য তাঁকে ধন্যবাদ জানান| এদিন বিমানবন্দরে তার অনুরাগিরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে তার সঙ্গে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন|
রাহুল জানিয়েছেন, ‘আমাদের দেশের মানুষ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছে| এই অনুষ্ঠানে সেই সব লোকেদের একাংশের সঙ্গে বৈঠকের সুযোগ পাওয়া যাবে |