স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক দল আসছে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ অতি সত্বর ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক উচ্চপর্যায়ের আধিকারিকদের প্রতিনিধি দল রাজ্যে আসছে৷ তাঁরা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট জমা করবেন৷

বিজেপি র রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে৷ বৈঠকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতির একটি বিবরণ তুলে ধরেছেন তিনি৷ শ্রী দেব বলে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ঠ উদ্বিগ্ণ৷ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রসচিবকে ডেকে পাঠান এবং দ্রুত রাজ্য সরকারের কাছ তেকে একটি রিপোর্ট চাইতে বলেন, তিনি সন্ত্রাসের চিত্রগুলি দেখে হতবাক হয়ে যান৷ বিপ্লবকুমার দেব আরও বলেন, রাজনাত সিং আশ্বাস দিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকের একটি দলকে রাজ্যে পাঠানো হবে৷ তাঁরা সন্ত্রাস কবলিত বিভিন্ন এলাকা সফর করবেন৷ এর পরেই দ্রুত কেন্দ্রীয় সরকার কিছু ব্যবস্থা নেবে বলে আশ্বাসও দিয়েছেন রাজনাথ সিং৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *