BRAKING NEWS

গোটা দেশে ৮৫০০ রেল স্টেশনকে ওয়াই-ফাই পরিষেবার মধ্যে আনা হবে, জানাল রেলমন্ত্রক

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিট্যাল ইন্ডিয়াকে আরও বেশি বিকশিত করার জন্য অভিনব উদ্যোগ নিল রেলমন্ত্রক। সেই লক্ষ্যে গোটা দেশজুড়ে ৮৫০০ রেল স্টেশনকে ওয়াই-ফাই পরিষেবার মধ্যে নিয়ে আনা হবে। শুধুমাত্র শহরাঞ্চলে নয় গ্রামাঞ্চলের স্টেশনগুলিকেও ওয়াই-ফাই পরিষেবার আওতায় আনা হবে। তার জন্য খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা।
বর্তমানে গোটা দেশে ২১৬ টি রেল স্টেশনে ওয়াই-ফাই পরিষেবা রয়েছে। এর ফলে প্রায় ৭০ লক্ষ রেলযাত্রী বিনামূল্যে নেট পরিষেবা পেয়ে উপকৃত হচ্ছেন। এই প্রসঙ্গে রেল দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ইন্টারনেট পরিষেবা প্রত্যাহিক জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। এবং আমরা দেশের সমস্ত রেল স্টেশনকে এই পরিষেবা দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। রেল দফতর সূত্রে দাবি করা হয়েছে প্রাথমিক পর্যায় ১২০০ টি রেল স্টেশনকে চিহ্নিত করা হয়েছে যেখানে ওয়াই-ফাই পরিষেবা শুধুমাত্র যাত্রীদের কথা ভেবে তৈরি করা হবে। অন্যদিকে আরও ৭৩০০ টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে যেখানে ওয়াই-ফাই পরিষেবা শুধুমাত্র যাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না একই সঙ্গে উপকৃত হবেন স্টেশন লাগোয়া গ্রামাঞ্চলের মানুষ। দেশের গ্রামগুলি এবং প্রান্তিক এলাকায় ডিজিট্যালকরণের জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে অনলাইনের মাধ্যমে আধার, ব্যাঙ্কিং, ই-গর্ভনেন্স, জন্ম-মৃত্যু সার্টিফিকেটসহ একাধিক পরিষেবার অন লাইনের মাধ্যমে পাবে গ্রামের সাধারণ মানুষ। এর জন্য প্রান্তিক এলাকায় স্টেশনগুলিতে কিয়ক্স তৈরি করা হবে। প্রথম পর্যায় ২০১৮ সালের মার্চের মধ্যে ৬০০ স্টেশনে ওয়াই-ফাই পরিষেবা চালু করা হবে। পরে ২০১৯ মার্চের মধ্যে ৮৫০০ স্টেশনে ওয়াই-ফাই পরিষেবার আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *