BRAKING NEWS

ভাঙ্গন রুখতে ভোট পর্য্যন্ত কংগ্রেস পর্য্যবেক্ষকদের রাজ্যে অবস্থানের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ রাজ্য রাজনীতিতে দল বদলের হাওয়ায় কংগ্রেস দলের জনসমর্থন ক্রমশ কমতে শুরু করেছে৷ দলীয় ভাঙ্গন আটকাতে উদ্যোগ নিয়েছে এ আই সি সি৷ কংগ্রেস টিকিটে ৫ বারের জয়ী বিধায়ক রতন লাল নাথের আনুষ্ঠানিকভাবে দলত্যাগ করার পরই নড়েচড়ে বসেছেন প্রদেশ নেতৃত্বরা৷ তৎকালীন রাজ্যের প্রধান বিরোধী দলকে ভোটের মুখে অক্সিজেন যোগাতে রাজ্যে অবস্থান করবেন পর্যবেক্ষক ভূপেন কুমার বোড়া, এমনটাই দলীয় সূত্রে জানা গিয়েছে৷ গোটা দেশে ১৪’র লোকসভা নির্বাচনের পর থেকে ব্রেন্ড হয়ে গিয়েছে মোদী৷ দেশের ১৯ টি রাজ্যে কংগ্রেস দলের থেকে ধারাবাহিকভাবে জয় ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির৷ বিজেপি’র রাজ্য প্রভারী সুনীল দেওধর রাজ্যের অবস্থানকালীন গত ৩ বছরে বিরোধীদের এক ছাদের তলায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন৷ গুঞ্জন চলছে প্রদেশ কংগ্রেস নেতাদের সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্ব আকড়ে রাখার ঘাটতি দূরীকরণে দেওধরের পথে হাটছে বোড়া৷ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ৬০ টি আসনে কংগ্রেস প্রার্থী চয়ন করতেই হিমসিম খাচ্ছেন৷ কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ মেকাবিলায় পশ্চিম বাংলার মতো ডান ও বাম জোট সম্ভব নয়৷ অবাম ও অবিজেপি জোট গঠন এবং ভাঙ্গন রুখতে ২৪ শে ডিসেম্বর পাকাপাকিভাবে ভোট পর্যন্ত থাকার প্রস্তুতি নিয়ে আসছেন পর্যবেক্ষক ভূপেন কুমার বোড়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *