BRAKING NEWS

২০১৮-র মধ্যে দেশের সমস্ত রেল স্টেশনকে এলইডি লাইটের আওতায় আনা হবে, দাবি রেলমন্ত্রকের

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): রেলকে আরও বেশি পরিবেশ বান্ধব করে তোলার জন্য অভিনব সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ২০১৮ সালের মধ্যে দেশের সমস্ত রেল স্টেশনগুলিতে ১০০ শতাংশ এলইডি লাইট ব্যবহারের অঙ্গীকার নিল ভারতীয় রেল। রেলমন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘রেলকর্মীদের সরকারী আবাসন, স্টেশন এবং প্ল্যাটফর্ম চত্বরে ১০০ শতাংশ এলইডি লাইট ব্যবহারের জন্য কাজ করে চলেছে কেন্দ্র।’

রেলমন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘জ্বালানির অপচয় বন্ধ করতে এবং পরিবেশ সংরক্ষণের জন্য ৩১ মার্চ ২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটা রেল স্টেশনকে এলইডি লাইটের আওতায় আনা হবে। এর জন্য বৃহদ উদ্যোগ নেওয়া হয়েছে।’ অন্যদিকে নভেম্বর ২০১৭ সাল পর্যন্ত দেশের ৩৫০০ রেল স্টেশনে ১০০ শতাংশ এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে সংখ্যাটা আরও বেশি বাড়ানো হবে বলে দাবি করা হয়েছে। এই উদ্যোগের ফলে ২৪০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ অপচয় বন্ধ হবে। তার ফলে ১০ শতাংশ জ্বালানির বাঁচবে। এতে করে ১৮০ কোটি টাকা ভারতীয় রেলের সাশ্রয় হবে। রেলমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে প্রতি অঞ্চলের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। রেল স্টেশনের পাশাপাশি ট্রেনেও এবার থেকে এলইডি লাইটের ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৩০০ টি নন-এসি এবং থ্রি-টিয়ার কামরাগুলিকে পুরোপুরি এলইডি আলোর আওতায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *