BRAKING NEWS

গুজরাটে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল দ্বিতীয় দফার ভোটদান পর্ব, ভোট পড়ল ৬৮.৭০ শতাংশ

আহমেদাবাদ, ১৪ ডিসেম্বর (হি.স.): গুজরাটে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল দ্বিতীয় তথা অন্তিম দফার ভোটদান পর্ব| দ্বিতীয় দফায় বৃহস্পতিবার ভোট পড়ল ৬৮.৭০ শতাংশ| এদিন সকাল ৮টা থেকে শুরু হয় ভোটদান পর্ব | ভোটদান প্রক্রিয়া শেষ হয় বিকেল ৫ টায়| দ্বিতীয় দফায় বৃহস্পতিবার উত্তর এবং সেন্ট্রাল গুজরাটের ১৪টি জেলায় মোট ৯৩টি আসনে ভোটদান প্রক্রিয়া চলে| দ্বিতীয় দফার ভোটে ভাগ্য নির্ধারণ হবে মোট ৮৫১ জন প্রার্থীর| তার মধ্যে ৬৯ জন হলেন মহিলা প্রার্থী| অন্তিম দফার হাই-ভোল্টেজ নির্বাচনে ৮৫১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করলেন ২ কোটি ২২ লক্ষ ৮৬৭ জন ভোটার| মোট পোলিং স্টেশনের সংখ্যা হল ২৫, ৫৫৮ হাজার| দ্বিতীয় দফার ভোটে ১৯৯ জন কোটিপতি প্রতিদ্বন্দীতা করছেন, তাঁদের মধ্যে ৬৬ জন বিজেপির হয়ে লড়ছেন এবং কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দীতা করছেন ৬৭ জন| বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বনসকাণ্ঠা, পাটান, সবরকাণ্ঠা, মেহসানা, গান্ধীনগর, আহমেদাবাদ, আরাবল্লি, মহিসাগর, পঞ্চমহল, দোহাদ, খেদা, আনন্দ, ভদোদরা এবং ছোটা উদেপুর জেলায় ভোটদান পর্ব চলে|
বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিটি বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে| ভোটদান পর্ব শুরু হওয়ার প্রথম তিন ঘন্টায় ভোট পড়ে ২০ শতাংশ| দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ে ৩৯ শতাংশ এবং দুপুর ২ টো পর্যন্ত ভোট পড়ে ৪৭.৪০ শতাংশ| ভোটদান পর্ব শেষ হয় বিকেল ৫টা নাগাদ| নির্বাচন কমিশন সূত্রের খবর, বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৮.৭০ শতাংশ|
এদিন সকাল সকাল আহমেদাবাদের নারানপুরায় ভোট দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, গান্ধীনগরে আর্যভট্ট হাইস্কুলের পোলিং বুথে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন| ভোটদান পর্ব শুরু হওয়ায় প্রায় ৪৫ মিনিট পর, সকাল ৮.৪৫ মিনিট নাগাদ আহমেদাবাদের ঘাটলোডিয়ায় ভোটাধিকার প্রয়োগ করেছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল| আহমেদাবাদের ভেজালপুরে চিমনভাই প্যাটেল ইন্সটিটিউটের ৯৬১ নম্বর পোলিং বুথে ভোটাধিকার প্রয়োগ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| ভোটদানের পর জেটলি বলেছেন, ‘গুজরাটবাসীর কাছে আমার আবেদন, আপনারা সকলে এগিয়ে আসুন| ভোট দিন| উন্নয়নের ধারা অব্যাহত রাখুন|’ ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিন বাঘেলা| সবরমতী-র রানিপ লোকালিটিতে ১১৫ নম্বর পোলিং বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ভোটাধিকার প্রয়োগ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন সাংবাদিকদের জানিয়েছেন, ‘ভগবান গুজরাটের মঙ্গল করুক|’ ভোট দিয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল| তাঁর বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের জিবাভাই প্যাটেল| ভদোদরায় আকোতা থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রাক্তন ক্রিকেটার নয়ন মোঙ্গিয়া| আহমেদাবাদের জামালপুর খড়িয়া জেলায় ভোট দিলেন লৌহপুরুষ হিসেবে পরিচিত বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী|
দ্বিতীয় দফার নির্বাচনের মাঝেই মেহসানার হাসানপুর গ্রামে পাতিদার ও ঠাকুর সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়| এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন| ছোট উদেপুরের সোধালিয়া গ্রামের ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম মেশিনে গণ্ডগোলের জন্য ঘন্টাখানেক ভোটদান বন্ধ থাকে| পরে ইভিএম যন্ত্র ঠিক করা হলে পুনরায় ভোটদান পর্ব শুরু হয়|
গত ১২ ডিসেম্বর, মঙ্গলবার ৫ টায় অন্তিম দফার হাই-ভোল্টেজ নির্বাচনী প্রচার শেষ হয়েছে| গুজরাট বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় উত্তর এবং সেন্ট্রাল গুজরাট জুড়ে| গত মঙ্গলবার গুজরাট বিধানসভা নির্বাচনী প্রচারের অন্তিম দিনে সমুদ্র বিমানে চড়ে সকলকে চমকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| রাজনৈতিক মহলের মতে, গুজরাট বিধানসভা নির্বাচন এক কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সম্মান রক্ষার লড়াই| অন্যদিকে, গুজরাট বিধানসভা নির্বাচনে জয়ী হতে উঠেপড়ে লেগেছে কংগ্রেস-ও|
গুজরাটে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে গত ৯ ডিসেম্বর| প্রথম দফায় ৬৬.৭৫ শতাংশ ভোট পড়েছিল সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটের ৮৯টি আসনে| একাধিক জায়গায় আবার ইভিএম বিকল হওয়ার খবর পাওয়া গিয়েছিল| উল্লেখ্য, গুজরাট বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ১৮ ডিসেম্বর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *