মধ্যপ্রদেশে ব্রিজ থেকে শুকনো নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, তিন মহিলা সহ আহত অন্তত ২০

টিকামগড় (মধ্যপ্রদেশ), ১১ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের টিকামগড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে শুকনো নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাস| ভয়াবহ দুর্ঘটনায় কারও মৃত্যু না হলেও, কমবেশি আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী| আহত যাত্রীদের মধ্যে তিন জন হলেন মহিলা ও একটি মেয়ে রয়েছে| সোমবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জেলা সদর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে পৃথ্বীপুর থানার অন্তর্গত চাঁদপুরা গ্রামের সন্নিকটে একটি ব্রিজের উপর| পৃথ্বীপুর পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত পুলিশ কর্তা সি এল পারিহার জানিয়েছেন, অন্তত ৬৫ জন যাত্রী নিয়ে উত্তর প্রদেশের ঝাঁসি থেকে টিকামগড়ের খড়গাপুর শহর অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই প্রাইভেট বাসটি|

সোমবার ভোর তখন ৪টা হবে, জেলা সদর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে পৃথ্বীপুর থানার অন্তর্গত চাঁদপুরা গ্রামের সন্নিকটে একটি ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে শুকিয়ে যাওয়া জামনী নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি| প্রায় ১৫ ফুট গভীর খাদে বাসটি পড়ে গেলেও কারও মৃত্যু হয়নি| কমবেশি আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী| আহত যাত্রীদের মধ্যে তিন জন হলেন মহিলা ও একটি ৯ বছরের মেয়ে রয়েছে| আহতদের মধ্যে এক জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঝাঁসিতে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে|