BRAKING NEWS

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পাঙ্ক ৫.৪

শ্রীনগর, ৭ ডিসেম্বর (হি.স.): উত্তরাখণ্ড এবং দিল্লিতে ভূমিকম্পের আতঙ্কের রেশ কাটতে না কাটতেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৪.৫৯ মিনিট নাগাদ ৫.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ভিয়েতনামের থাংয়ের ১১১ কিলোমিটার উত্তর-পূর্বে এবং জম্মু ও কাশ্মীরে| ভূমিকম্পের উত্সস্থল ছিল জম্মু ও কাশ্মীর-জিংজিয়ান সীমান্তের কাছে, ল্যাটিটিউড ৩৫.৫ ডিগ্রি উত্তরে এবং লঙিটিউড ৭৭.৬ ডিগ্রি পূর্বে|

প্রশাসন সূত্রের খবর, জোরালো ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| এই মুহূর্তে প্রবল ঠাণ্ডায় রীতিমতো কাঁপছে জম্মু ও কাশ্মীর| বৃহস্পতিবার ভোরে ৫.৪ তীব্রতার প্রবল ঝাঁকুনি অনুভব হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন|

উল্লেখ্য, বুধবার রাতেই তীব্র কম্পনে আতঙ্ক ছড়ায় দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন (এনসিআর)-এ| বুধবার রাত ৮.৫২ মিনিট নাগাদ হঠাত্ই কেঁপে ওঠে দিল্লি এনসিআর| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫| আতঙ্কে দিশেহারা হয়ে বাড়ি ও অফিস থেকে বেরিয়ে পড়েন মানুষজন| রাজধানীর রাস্তায় ভিড় জমে যায়| ভূমিকম্পের উত্সস্থল ছিল উত্তরাখণ্ডে দেহরাদুন থেকে ১২১ কিলোমিটার পূর্বে| ভূকম্পনের মূল উত্সস্থল ছিল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে| শুধু দিল্লি এবং উত্তরাখণ্ড নয়, ভূকম্পন অনুভূত হয়েছে চণ্ডীগড় সহ দেশের উত্তরাংশের বেশ কিছু অঞ্চলে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *