BRAKING NEWS

অনিশ্চিত ভবিষ্যৎ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ১৮ বিবিএ পড়ুয়ার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আরেক কুকীর্তির ঘটনা প্রকাশ্যে এসেছে৷ বিশ্ববিদ্যালয় পরিচালন কর্তৃপক্ষের বিশ্বাসঘাতকতার দরুন ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে বিবিএ -র ১৮ জন ছাত্রছাত্রীর৷ কতিপয় অধ্যাপক ও পরীক্ষা নিয়ামকের অনৈতিক কার্যকলাপের শিকার হতে হয়েছে বিবিএ-র কতিপয় ছাত্রছাত্রীর৷ তৃতীয় সেমিস্টারে ৬০ শতাংশেরও বেশি নম্বর প্রাপ্ত বিবিএ-র ১৮ জন ছাত্রছাত্রীকে আচমকাই চতুর্থ সেমিস্টারে অনুত্তীর্ণ বলে জানিয়ে দেওয়া হয়েছে৷ নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীরা চাইলে খাতা দেখতে পারেন৷ কিন্তু এই সব ছাত্রছাত্রীরা অনেক অনুরোধ করেও খাতা দেখা দূরন্ত, নম্বর পুনর্মূল্যায়নের অনুরোধই করতে পারেননি৷ অগ্যতা সংঘাতে না গিয়ে  অধ্যাপক কিংবা পরীক্ষা নিয়ামকের কথামতো পঞ্চম সেমিস্টারে নিয়মিত ক্লাস করতে শুরু করেন তাঁরা৷ আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা৷ কিন্তু এ ব্যাপারে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি৷ চলতি মাসে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে উদ্বিগ্ণ ছাত্রছাত্রীদের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, নিয়মের বাইরে বিবিএ-র এই সব ছাত্রদের পরীক্ষার সুযোগ দেওয়া সম্ভব হবে না৷ স্বভাবতই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রাতারাতি ভোল বদলের জেরে ভবিষ্যৎ জীবন অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ১৮ জন ছাত্রছাত্রীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *