BRAKING NEWS

অভিষেকের বিরুদ্ধে এবার মানহানির মামলা করতে চলেছেন মুকুল

কলকাতা, ২৩ নভেম্বর ( হি.স.): ‘যুবরাজে’র বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন একদা তৃণমূলের ক্রাইসিস ম্যানেজার মুকুল রায় ৷ বাংলার রাজনীতিতে যুদ্ধের দামামা আগেই বাজিয়ে দিয়েছেন ৷ অপেক্ষা ছিল বিস্ফোরণের ৷ বিজেপি-তে নাম লিখিয়ে তৃণমূলের বিতর্কের ঝড় তুলে ‘বিশ্ব বাংলা’ লোগোর মালিকানা নিয়ে ‘যুবরাজ’কে বিঁধেছিলেন তিনি ৷ লোগো বিতর্কে ঝাঁজ বাড়িয়েছিল শুরু হয়েছিল আইনি চিঠি চালাচালির পর্ব ৷ এবার একধাপ এগিয়ে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে চলেছেন মুকুল রায় ৷ অভিষেকের দায়ের করা অভিযোগের পাল্টা হিসাবে মুকুল রায় এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সোম মণ্ডল ৷
মুকুল রায় বিজেপি-র সভামঞ্চে দাঁড়িয়ে কিছু নথি দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘বিশ্ববাংলা’ ও ‘জাগোবাংলা’ এই দুটি লোগোর মালিকানা নিয়ে নিয়ে প্রশ্ন তোলেন ৷ বিস্ফোরক মন্তব্যের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের আইনজীবী মারফত মুকুলবাবুকে আইনি নোটিশ পাঠান । ওই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ক্ষমা চেয়ে নোটিশ প্রত্যাহার না করলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন মুকুল রায় বলে জানান মুকুল রায়ের আইনজীবী ।
এদিকে, মঙ্গলবার আলিপুরদুয়ার আদালত ‘বিশ্ববাংলা’ ইস্যুতে অভিষেকের বিরুদ্ধে মন্তব্য করা নিয়ে স্থগিতাদেশ জারি করেছে ৷ ডিসেম্বরের ১৪ তারিখ ওই মামলার পরবর্তী শুনানি ৷ তার আগে এই ইস্যুতে অভিষেকের বিরুদ্ধে মুকুল রায় কিছু বলতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে আদালত ৷ আর তার পরই নাম না করে নিজের ফেসবুক পোস্টে অভিষেকের সমালোচনা করেছেন মুকুল ৷ রাজনৈতিক ময়দান থেকে কেউ কেউ পালানোর চেষ্টা করছেন বলে কটাক্ষ করেছেন তিনি৷ একই সঙ্গে তিনি লিখেছেন, ‘সত্যর কন্ঠ কখনও রোধ করা যায়নি এবং যাবে না৷ সত্যর জয় নিশ্চিত’৷ এদিকে. বুধবার বিধানসভায় এ নিয়ে মুখ খুলেছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ৷ তাঁর প্রশ্ন, কোর্টে গিয়ে কতদিন আর রাজ্য সরকার সাধারণ মানুষের কণ্ঠরোধ করবেন ৷
ফেসবুকে করা ওই পোস্টে মুকুল রায় রাজ্যের বিরুদ্ধে তাঁর তোলা ফোনে আড়িপাতার বিষয়টি নিয়েও লিখেছেন ৷ দাবি করেছেন, ‘প্রাথমিক ভাবে আমার অভিযোগকে কোর্ট মান্যতা দিল’৷ তাঁর কথায়, ‘গত ২০/১১/২০১৭-তে দিল্লি হাইকোর্ট আমার ফোন ট্যাপিং মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছে এবং রাজ্যকে লিখিত দিতে বলেছে যে, তারা আমার ফোন ট্যাপ করেনি ৷ কিন্তু রাজ্য সেটা করতে না পারায় আগামী ১ মাসের মধ্যে মুখবন্ধ খামে রাজ্যকে এভিডেভিট দিতে বলেছে যে, তারা আমার ফোন ট্যাপ করে কিনা এবং টেলিফোন অপারেটরদের জানাতে হবে যদি ফোন ট্যাপ হয় কার নির্দেশে হয়েছে, কী কী রের্কড করা হয়েছে’৷
একই সঙ্গে ওই পোস্টে ত্রিপুরায় সাংবাদিক খুনেরও নিন্দা করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, ‘এর থেকে আবার প্রমাণ হল যে ওখানে আইনের শাসন নেই’৷ এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করারও দাবি জানিয়েছেন মুকুল রায় ৷ এখন মুকুল বনাম তৃণমূলের রাজনৈতিক লড়াই যে এবার আদালতের কাঠগড়ায় উঠতে চলেছে তা বলাই বাহুল্য ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *