BRAKING NEWS

লুধিয়ানায় ফ্যাক্টরিতে আগুনের তীব্রতায় ভাঙল বহুতল, মৃত বেড়ে ১৩

লুধিয়ানা, ২১ নভেম্বর (হি.স.): লুধিয়ানার চীমা চকের কাছে মুস্তাক গঞ্জ এলাকায় প্লাস্টিক তৈরির ফ্যাক্টরিতে আগুন লেগে ও চার তলা বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩| বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে ২ জনকে| সোমবার সকাল ৮.০০ মিনিট নাগাদ লুধিয়ানার চীমা চকের কাছে মুস্তাক গঞ্জ এলাকায় অবস্থিত আমারসন পলিমার নামক একটি প্ল্যাস্টিক তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন| দমকল কর্মীরা যখন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছিলেন, তখনই দুপুর ১২.১৫ মিনিট নাগাদ চার তলা বহুতল আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে| ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান কয়েকজন দমকল কর্মী সহ মোট ১০-১৫ জন|
লুধিয়ানার ডেপুটি কমিশনার অফ পুলিশ ধ্রুমান ন্মীবলে জানিয়েছেন, ‘ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ১৩ জনের দেহ উদ্ধার হয়েছে| তাঁদের মধ্যে ৬ জনকে শণাক্ত করা সম্ভব হয়েছে| মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে|’ প্ল্যাস্টিক তৈরির ফ্যাক্টরিতে কীভাবে আগুন লাগল এবং বহুতলটি ভেঙে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে| এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|
ফ্যাক্টরির মালিক ইন্দেরজিত্ সিং গোলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে| এসিপি (সেন্ট্রাল) মণদীপ সিং জানিয়েছেন, ‘ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ সহ একাধিক ধারায় আমারসন পলিমার নামক প্ল্যাস্টিক ফ্যাক্টরির মালিক ইন্দেরজিত্ সিং গোলার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে|’ মর্মান্তিক ঘটনায় সোমবারই উদ্বেগ প্রকাশ করেছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং| মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *