BRAKING NEWS

বংশীবাড়িতে ২৯ একর গাঁজা বাগিচা ধবংস করল বিএসএফ ও শুল্ক বিভাগ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ নভেম্বর৷৷ সরকারী বনভূমিতে গাঁজা বাগান৷ এমনই দৃশ্য ধরা পড়ল বিশালগড়স্থিত বংশীবাড়ি এলাকায়৷ তবে গাঁজা ধবংস করল পুলিশ ও প্রশাসন৷ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিসালগড় মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে লালসিংমুড়ার বংশীবাড়িতে অভিযান চালায় প্রশাসন৷ বিএসএফ, বনকর্মী শুল্ক ও আবগারী দফতরের আধিকারিকরা ও ছিলেন এই গাঁজা নিধান অভিযানে৷ দীর্ঘ চার ঘন্টার অভিযানে ২৯ একর জামি থেকে ৬৭ হাার গাঁজা গাছ ধবংস করেছে পুলিশ৷ জানা গেছে, বংশীবাড়ি ছাড়া ও পুরাতন ওএনজিসি টিলা, সুতারমুড়া, তকতমা এই সব এলাকায় পার্বত্য অঞ্চলে কোটি কোটি টাকার গাঁজা গাছ চাষ করছে৷ সূত্রের খবর প্রশাসন ক্রমাগত এক মাস ব্যাপি গাঁজা বাগানের অর্ধেক অংশ কেটে শেষ করতে পারবে না৷ তবে আধিকারিকরা জানান গাঁজা নিধন প্রক্রিয়া অব্যাহত থাকবে প্রশাসনের৷ প্রসঙ্গত, বিস্তর পরিমাণে গাঁজা বাগিচা ধবংস করা হলেও পুলিশ কিংবা বিএসএফ কাউকেই আটক করতে পারছে না প্রতিবারই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *