BRAKING NEWS

ধোঁয়াশা পিছুই ছাড়ছে না দিল্লিবাসীর, বাতিল ৭টি ট্রেন

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): ধোঁয়াশা দিল্লিবাসীর পিছুই ছাড়ছে না| গত কয়েকদিনের মতো বুধবারও ধোঁয়াশার চাদরে ঘুম ভাঙল রাজধানীর মানুষজনের| ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা সাংঘাতিক হারে কমে যাওয়ায় বুধবার বাতিল করা হয়েছে ৭টি ট্রেন, সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৯টি ট্রেনের এবং দেরিতে চলেছে ২৬টি ট্রেন| বুধবার সকালে পদস্থ এক রেলকর্তা জানিয়েছেন, ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বাতিল করা হয়েছে ৭টি ট্রেন, সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৯টি ট্রেনের এবং দেরিতে চলছে ২৬টি ট্রেন|
আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত বাতাসে আপেক্ষিক আদ্রর্তা ছিল ৯১ শতাংশ| সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস| ভোর ৫.৩০ পর্যন্ত দৃশ্যমানতা ছিল ১,৫০০ মিটার, সকাল ৮.৩০ মিনিটে তা পেঁৗছয় ১,০০০ মিটারে| উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লিবাসী| প্রায় প্রতিদিনই ধোঁয়াশার চাদরে ঘুম ভেঙেছে রাজধানীর মানুষজনের| মাত্রাতিরিক্ত ধোঁয়াশার কারণে রীতিমতো নাভিশ্বাস দিল্লিবাসী|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *