BRAKING NEWS

কুলভূষণকে স্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন খুরশিদ

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): কুলভূষণ যাদবকে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হবে বলে পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত ঠিক বলে মনে করেন কংগ্রেস নেতা সলমান খুরশিদ। পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানালেও সলমান খুরশিদ বলেছেন, সিদ্ধান্ত নিতে দেরি করেছে পাকিস্তান।
পাকিস্তান কুলভূষণ সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছে, সে ব্যাপারে সলমান খুরশিদ বলেছেন, আমার মনে হয়, পাকিস্তানের এই সিদ্ধান্ত কুলভূষণের পরিবারকে সাত্ত্বণা দেবে।

প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, এনিয়ে খুব নাটকীয় সিদ্ধান্ত টানা যেতে পারে৷ আগে তো দেখা সাক্ষাৎ হোক৷ পরেরটা পরে ভাবা যাবে৷ মিটিয়ের পরেই কোনও প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে৷ যদি কোনও তথ্য আসে, তবেই কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হবে৷
পাকিস্তান মানবিকতার মধ্যে মনুষ্যত্ব অনুভব করছে৷ কিন্তু এটি পরিষ্কার একটি কৌশল৷ এখন গোটা বিশ্ব তাদের বিপরীতে৷ সেই কারণে কোণঠাসা হয়ে পড়েছে তারা৷ পাকিস্তানের প্রতি আমেরিকার ব্যবহার নাটকায়ভাবে পরিবর্তিত হয়ে গিয়েছে৷ বিশ্বে তাদের গুটিকয়েক বন্ধু রয়েছে৷ তাই তারা “ড্যামেজ কন্ট্রোল”-এ চেষ্টা করছে৷ এমনটাই জানিয়েছন খুরশিদ৷ তবে যাই হোক, পরিবার এতে শান্তি পাবে, সেটাই অনেক বড় কথা বলে জানিয়েছেন তিনি৷

শুক্রবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক সূত্রে একটি বিবৃতি জারি করা হয়েছে৷ পাকিস্তানি বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “পাকিস্তান সরকার কম্যান্ডার কুলভূষণ যাদবকে তার স্ত্রীয়ের সঙ্গে দেখা করানোর সিদ্ধান্ত নিয়েছে৷ মানবিকতার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান৷ ইসলামাবাদে ভারতের দূতাবাসে ইতিমধ্যেই এই খবর জানিয়ে দেওয়া হয়েছে৷” তবে পাকিস্তানের বিবৃতিতে জানানো হয়েছে, ভারত জানিয়েছিল যাদবের সঙ্গে র-এর কোনও সম্পর্ক নেই৷ কিন্তু পাকিস্তান এখনও এনিয়ে কোনও প্রমাণ পায়নি৷

কুলভূষণ যাদবকে স্ত্রীয়ের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে পাকিস্তান৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবীণ আইনজীবীও কংগ্রেস নেতা সলমান খুরশিদ৷ কিন্তু তাঁর মতে এই সিদ্ধান্ত “খুব ছোটো ও খুব দেরিতে নেওয়া হয়েছে৷”
পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, “আমি মনে করি এই সিদ্ধান্ত পরিবারকে সান্ত্বনা দেবে৷ কিন্তু এটি খুব সামান্য আর খুব দেরিতে হচ্ছে৷” তিনি আরও জানিয়েছেন, কুলভূষণকে পাকিস্তান যে স্ত্রীয়ের সঙ্গে দেখা করার অনুমতি জানিয়েছে, তানিয়ে এখন মন্তব্য করার সময় আসেনি৷ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি খুব তাড়াহুড়ো হয়ে যাবে৷

প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, এনিয়ে খুব নাটকীয় সিদ্ধান্ত টানা যেতে পারে৷ আগে তো দেখা সাক্ষাৎ হোক৷ পরেরটা পরে ভাবা যাবে৷ মিটিয়ের পরেই কোনও প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে৷ যদি কোনও তথ্য আসে, তবেই কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হবে৷
পাকিস্তান মানবিকতার মধ্যে মনুষ্যত্ব অনুভব করছে৷ কিন্তু এটি পরিষ্কার একটি কৌশল৷ এখন গোটা বিশ্ব তাদের বিপরীতে৷ সেই কারণে কোণঠাসা হয়ে পড়েছে তারা৷ পাকিস্তানের প্রতি আমেরিকার ব্যবহার নাটকায়ভাবে পরিবর্তিত হয়ে গিয়েছে৷ বিশ্বে তাদের গুটিকয়েক বন্ধু রয়েছে৷ তাই তারা “ড্যামেজ কন্ট্রোল”-এ চেষ্টা করছে৷ এমনটাই জানিয়েছন খুরশিদ৷ তবে যাই হোক, পরিবার এতে শান্তি পাবে, সেটাই অনেক বড় কথা বলে জানিয়েছেন তিনি৷

শুক্রবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক সূত্রে একটি বিবৃতি জারি করা হয়েছে৷ পাকিস্তানি বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “পাকিস্তান সরকার কম্যান্ডার কুলভূষণ যাদবকে তার স্ত্রীয়ের সঙ্গে দেখা করানোর সিদ্ধান্ত নিয়েছে৷ মানবিকতার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান৷ ইসলামাবাদে ভারতের দূতাবাসে ইতিমধ্যেই এই খবর জানিয়ে দেওয়া হয়েছে৷” তবে পাকিস্তানের বিবৃতিতে জানানো হয়েছে, ভারত জানিয়েছিল যাদবের সঙ্গে র-এর কোনও সম্পর্ক নেই৷ কিন্তু পাকিস্তান এখনও এনিয়ে কোনও প্রমাণ পায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *