BRAKING NEWS

জেএনইউ-র ক্যাম্পাসের মধ্যে বিফ বিরিয়ানি তৈরির অভিযোগ, জরিমানা চার ছাত্রের

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.) : জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে (জেএনইউ) ক্যাম্পাসের মধ্যে নিয়মভঙ্গের অভিযোগে চার ছাত্রকে জরিমানা গুনতে হল৷ নিয়ম ভেঙে ক্যাম্পাসের মধ্যে বিরিয়ানি তৈরি করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে৷ সূত্রের খবর, জেএনইউ-এর অ্যাডমিশন ব্লকের কাছে চার ছাত্র বিরিয়ানি তৈরি করছিল৷ তাদের ছয় থেকে দশ হাজার টাকার মধ্যে জরিমানা করা হয়৷ এই জরিমানা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০দিনের সময়ও দিয়েছে৷ তবে ওই ছাত্রেরা এই টাকা না দিলে তাদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷
জানা গিয়েছে, ওই ছাত্রেরা গত জুনে বিরিয়ানি তৈরি করেছিলেন৷ ছাত্ররা জানায়, ষড়যন্ত্র করে তাদের ফাঁসানো হচ্ছে৷ এই ইস্যু নিয়ে শুরু হয় তদন্ত৷ এদিকে বিশ্ববিদ্যালয়ের তদন্তকে সমর্থন জানিয়ে এবিভিপি নেতারা জানান, ওই চার ছাত্র বিফ বিরিয়ানি তৈরি করেছিল৷ তাই তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়৷ জেএনইউ স্টুডেন্ট ইউনিয়নের মহাসচিব শতরুপা চক্রবর্তীও রয়েছেন বলে জানা গিয়েছে৷ তাঁর ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দশ হাজার টাকার জরিমানা ধার্য করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *