BRAKING NEWS

নারদ কর্তাকে নার্কো টেস্ট-এ রাজি না হতে আর্জি এপিডিআর- এর

কলকাতা, ৭ নভেম্বর (হি. স.): নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে নার্কো টেস্ট-এর জন্য রাজি না হতে অনুরোধ জানাল মানবাধিকার সংগঠন এপিডিআর৷ এপিডিআর- এর পক্ষ থেকে রঞ্জিত সুর চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন ম্যাথু স্যামুয়েল এবং তাঁর আইনজীবী বিকাশ ভট্টাচার্যের কাছ ৷

নিজেকে বিদেশি সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যে আসেন ম্যাথু। রাজ্যে ওই বিদেশি সংস্থার কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের বেশ কিছু প্রভাবশালী ম্যাথুর কাছ থেকে টাকা নেন। টাকা দেওয়ার সেই ছবি ম্যাথু গোপন মোবাইলে তুলে রাখেন। যার মধ্যে ১৩ জন প্রভাবশালীর ভিডিও ফুটেজ প্রকাশ করেন ২০১৬ সালের জানুয়ারিতে। হইচই পড়ে যায় সেই ঘটনায়। আদালত পরীক্ষা করিয়ে সেই ফুটেজ আসল বলে রায় দেওয়ার পরে তদন্তে নামে সিবিআই ও ইডি। রাজ্যের মন্ত্রী-সাংসদ ও এক পুলিশ অফিসার মিলিয়ে ১৩ জন প্রভাবশালীর নাম রয়েছে অভিযুক্তের প্রাথমিক তালিকায়।

তোলাবাজি সংক্রান্ত মামলায় পুলিসেশের তলব পেয়ে গত ১৫ জুন শহরে আসেন ম্যাথু। থানার ওসি, অতিরিক্ত ওসি এবং তদন্তকারী অফিসার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। ছিলেন গোয়েন্দা বিভাগের অফিসাররাও। আগে থেকে ঠিক করে রাখা ৬০টি প্রশ্ন ম্যাথুর সামনে রাখা হয়। দুটি ক্যামেরায় তাঁর বয়ান রেকর্ড করে পুলিশ । ম্যাথুর দাবি, বিহারের প্রাক্তন সাংসদ ডিপি যাদবকে টাকা চেয়ে তিনি ফোন করেননি। মুচিপাড়া থানা এলাকার হোটেলের ঘর থেকে মেলা ল্যাপটপেও তাঁর ছবি ছিল না। সাজানো মামলায় তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ নারদ-কর্তার।

ম্যাথুর বিরুদ্ধে মুচিপাড়া থানায় তোলাবাজির যে অভিযোগ দায়ের হয়েছে, তাতে তাঁকে হেনস্তা করা হচ্ছে বলে একাধিকবার অভিযোগ করেছেন নারদ কর্তা ৷ কয়েকদিন আগেই মুচিপাড়া থানায় হাজিরা দিতে এসে তিনি জানিয়েছেন, পুলিশ নার্কো টেস্ট করাতে চাইলে আমি নার্কো অ্যানালিসিস টেস্ট করাতেও রাজি’ ৷

কিন্তু ম্যাথুর এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর৷ তাদের বক্তব্য,ভারতের সুপ্রিম কোর্টও নার্কো টেস্টকে ব্যক্তির মানসিক গোপনীয়তার বিরুদ্ধাচার বলে অভিহিত করেছেন। সুপ্রিমকোর্ট সেলভি বনাম স্টেট অফ কর্নাটক মামলায় নার্কো টেস্টকে বিপজ্জনক, অনৈতিক এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতির বিরোধী বলে অভিহিত করেছে। নার্কো টেস্ট করার জন্য যে রাসায়নিক প্রয়োগ করা হয় তাতে এমনকি কোমায়ও চলে যেতে পারেন অভিযুক্ত। শুধু তাই নয় নার্কো টেস্টের মাধ্যমে একজন ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে স্বাক্ষ্য দিতে বাধ্য করা হয়, যা সংবিধান বিরুদ্ধ। তাই আইনজীবি বিকাশ ভট্টাচার্যের কাছে তাদের অনুরোধ তিনি যেন ম্যাথু স্যামুয়েলকে বোঝান নার্কো টেস্টে সন্মতি না দেওয়ার জন্য৷

কিছুদিন আগে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মায়ের বাড়িতে চুরির ঘটনায় পরিচারিকার নার্কো টেস্ট করাতে চেয়েছিল পুলিশ৷ তা নিয়ে হইচই পরে যায়৷শেষ পর্যন্ত এপিডিআর-এর উদ্যোগে তা আটকে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *