BRAKING NEWS

পাঁচবার বন্যায় রাজ্যে ফসলের ক্ষয়ক্ষতি প্রায় দুইশ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ রাজ্যে এবছর দফায় দফায় বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে৷ শনিবার মহাকরণে কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা জানিয়েছেন, গত আগষ্ট মাস থেকে অক্টোবর পর্যন্ত রাজ্যে পাঁচ বার বন্যা হয়েছে৷ তাতে ফসলে ক্ষতি হয়েছে প্রায় ২০০ কোটি টাকা৷ অক্টোবর মাসে শেষ বন্যায় সর্বাধিক ৯০ কোটি টাকা ফসলে ক্ষতি হয়েছে৷ তিনি জানান, এবছর খোয়াই, সিপাহীজলা এবং পশ্চিম জেলায় সবচেয়ে বেশি বন্যা হয়েছে৷ বাকি জেলাগুলিতেও বন্যার সামান্য প্রভাব পড়েছে৷ এদিন তিনি বলেন, বন্যায় ৩৩ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ ক্ষতিগ্রস্ত মোট জমির পরিমান প্রায় ৫ হাজার হেক্টর৷ তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পূরণ দেওয়ার কাজ শুরু হয়েছে৷ এক পর্যায়ে ক্ষতিপূরণ দেওয়া সম্পন্ন হয়েছে৷ মূলত, ক্ষতিপূরণ হিসাবে কৃষকদের সার, বীজ এবং কীটনাশক ঔষুধ দেওয়া হচ্ছে৷ তাতে, ধানের চাষ করেন এমন কৃষকদের ৬৮০ টাকা করে এবং সব্জী চাষ করেন তাদের ১০০০ টাকা করে কৃষি সহায়ক সামগ্রী দেওয়া হচ্ছে৷ কৃষিমন্ত্রী জানিয়েছেন, ক্ষতির পুরু রিপোর্ট এখনো হাতে আসেনি৷ প্রাথমিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে৷ তিনি জানান, শীঘ্রই বন্যায় কৃষিক্ষেত্রে ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট দপ্তরের কাছে জমা পরবে৷ এদিকে বন্যায় সহায়তার জন্য কেন্দ্রের কাছে অর্থিক সাহায্য চাইবে রাজ্য সরকার, এদিন কৃষিমন্ত্রী জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *