BRAKING NEWS

হিন্দু নেতার খুন হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা অমৃতসরে

অমৃতসর, ৩১ অক্টোবর (হি.স.): প্রকাশ্য দিবালোকে এক হিন্দু নেতার হত্যার ঘটনায় গোটা পঞ্জাব জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার প্রকাশ্য দিবালোকে হিন্দু সংঘর্ষ সেনা নামক একটি হিন্দু সংগঠনের জেলা সভাপতি বিপিন শর্মাকে গুলি করে হত্যা করে একদল দুষ্কৃতী। সেই সময় বিপিন শর্মা বাইক দাড় করিয়ে তার এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। ঠিক তখনই মোটর বাইকে করে আসা চারজনের দুষ্কৃতীর দল বিপিন শর্মার উপর চড়াও হয়ে তাকে অতর্কিতে গুলি করে। দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল বলে তাদের পরিচয় জানা যায়নি। পরে বিপিন শর্মাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
গোটা বিষয়টির তদন্ত করছে পুলিশ। পুলিশ কমিশনার এসএস শ্রীবাস্তব জানিয়েছেন, ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কটা গুলি বিপিন শর্মাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে তা বলা যাবে না। যদিও প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই হিন্দু নেতার উপর ১২ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতী দল।
অন্যদিকে, এই হত্যাকাণ্ডের প্রক্ষিতে গোটা অমৃতসর জুড়ে মঙ্গলবার বনধের ডাক দিয়েছে হিন্দু সংঘর্ষ সেনা। এই হত্যাকাণ্ডের ভিডিও মঙ্গলবার মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর আরএসএস নেতা রবীন্দ্র গোসাইনকে হত্যার ১৫ দিনের মধ্যেই এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল প্রকাশ্য রাস্তায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *