BRAKING NEWS

ভারত আগে হিন্দুদের দেশ, পরে অন্যদের : দাবি শিবসেনার

মুম্বাই, ৩০ অক্টোবর (হি.স.): ভারত আগে হিন্দুদের দেশ। পরে অন্যদের। সোমবার এই দাবি করল শিবসেনা। এদিন শিবসেনার তরফে দাবি করা হয়েছে, কেন্দ্রে হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও অযোধ্যায় রামমন্দির নির্মাণ ও উপত্যকার ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতদের ফের ঘরে ফেরার প্রসঙ্গটির এখনও কোনও সমাধান হল না।

উল্লেখ্য, গত শুক্রবার আরএসএস প্রধান মোহন ভাগবত ইন্দোরে মন্তব্য করেছেন, হিন্দুস্থান প্রধানত হিন্দুদের দেশ। তবে এর অর্থ এই নয় যে অন্যান্য সম্প্রদায়ের এখানে ঠাঁই হবে না। ভারত হিন্দুদের মতো একইভাবে অন্যান্য সম্প্রদায়গুলিরও দেশ।

সেনার মুখপত্র সামনায় প্রকাশিত একটি সম্পাদকীয়তে লেখা হয়েছে, ইওরোপ, আমেরিকা খ্রিশ্চানদের দেশ। চিন, জাপান, শ্রীলঙ্কা, মায়ানমার বৌদ্ধদের দেশ। আর ভারত ছাড়া হিন্দুদের অন্য কোনও দেশ নেই। অথচ সারা পৃথিবীতে ৫০টির বেশি মুসলিম দেশ রয়েছে। যদিও কেন্দ্রে হিন্দুত্ববাদী সরকার রয়েছে, এসত্ত্বেও সরকার অযোধ্যায় রামমন্দির নির্মাণ করতে উদ্যোগী নয়। বিষয়টি এখনও আদালতের ওপর নির্ভর করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *