পাকিস্তানি সংখ্যালঘুদের দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.) : পাকিস্তানি সংখ্যালঘু যারা ভারতে চলে এসেছেন তাদের দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এই ভিসার জেরে আগামীদিনে তারা প্যান ও আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন৷ এমনকি ভারতে জমি কেনারও অধিকারী হবেন৷
স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানান, গতমাসে ৪৩১ জন পাকিস্তানির দীর্ঘমেয়াদি ভিসার আবেদন মঞ্জুর করা হয়েছে৷ এবার তারা প্যান কার্ড, আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্সের মতো পরিচয়পত্র পাওয়ার অধিকারী হবেন৷ ব্যাঙ্কে তারা অ্যাকাউন্ট খুলতে পারবেন৷ রাজ্যের যেকোনও জায়গায় যেতে তাদের কোনও বাধা থাকবে না৷ তবে অস্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷
শুধু পাকিস্তান নয়, প্রতিবেশী বাংলাদেশ ও আফগানিস্তানে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের জন্য দীর্ঘমেয়াদী ভিসাপ্রদানের নীতি গ্রহণ করেছে মোদী সরকার৷ যার অর্থ ভারতে এসে তারা বসবাস ও কর্মসংস্থানের সুযোগ পাবেন৷
চলতি বছর ২৯ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের এক বিশেষ সম্প্রদায়ের ১৮০০ জনকে নিরাপত্তার ছাড়পত্র দিয়েছে৷ প্রতিবছর এই বিশেষ সম্প্রদায়ের পাক নাগরিকরা ভারতে আসেন৷ গতবছর পাঠানকোট হামলার পর তাদের ভারতে আসার অনুমতি মেলেনি৷ সেপ্টেম্বর মাসে স্বরাষ্ট্রমন্ত্রক ৬ হাজারের বেশি ভিসার আবেদন পায়৷ তাদের মধ্যে থেকে ৪ হাজারের বেশি আবেদন মঞ্জুর করা হয়েছে৷