BRAKING NEWS

সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে রায়ের পুনর্বিবেচনা অস্বীকার শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.) : সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে আগের রায় পুনর্বিবেচনা করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। তবে রায় লঘু করতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, জাতীয় পতাকা নিয়মাবলীর সংশোধন করুক কেন্দ্রীয় সরকার। গত বছর ১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ‘দেশপ্রেম এবং জাতীয়তাবাদ জাগ্রত করতে দেশের সমস্ত সিনেমা হলে কাহিনী-চিত্র শুরুর আগে জাতীয় সঙ্গীত অবশ্যই বাজাতে হবে। জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাতে সিনেমা হলে উঠে দাঁড়াতে হবে উপস্থিত সকলকে।’ সম্প্রতি শ্যাম নারায়ণ চৌস্কি নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলা করে যাতে সব ধরনের সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানোর দাবিতে মামলা দায়ের করেন। এই মামলার শুনানির সময় সোমবার প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকার এবং ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চ আগের রায় কিছুটা সংশোধন করে ‘অবশ্যই’ বদলে ‘বাজাতে পারে’ এমন শব্দ যোগ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ৯ জানুয়ারি। কেন্দ্রের হয়ে মামলার শুনানির সময় অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল বলেছিলেন, ভারত বৈচিত্রময় দেশ। জাতীয় সঙ্গীত দেশের মধ্যে ঐক্য আনতে পারে। তাই সিনেমা হলে তা বাজানো উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *