BRAKING NEWS

আয়ুষ’র রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েকের বক্তব্য বিভ্রান্তির, দাবি স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েকের বক্তব্যে জনমনে ভুল বার্তা প্রেরিত হয়েছে ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে দাবি করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ শ্রীচৌধুরী এও জানান, রাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য দুঃখজনক৷ শনিবার মহাকরণে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী সাংবাদিকদের জানান, গত ১১ সেপ্ঢেম্বর খুমুলুঙে হোমিও- প্যাথির রিজিওন্যাল রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন করেন কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক৷ উদ্বোধনী অনুষ্ঠানে ও পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলনে শ্রীনায়েক অভিযোগ করেন যে রাজ্যে আয়ুষের উন্নয়নে কেন্দ্রীয় সরকার উদ্যোগী থাকলেও যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে এ মর্মে কোনও প্রস্তাব পাঠায়নি তাই রাজ্যের জন্য অনেক কিছু করার থাকলেও তিনি কিছুই করতে পারেননি৷ এ প্রসঙ্গে বাদল চৌধুরীর বলে এই বক্তব্য বিভ্রান্তির৷ তিনি বলেন, আয়ুষ মন্ত্রকে বিভিন্ন সময়ে নানা প্রস্তাব পাঠানো হয়েছে৷ এর মধ্যে রয়েছে আয়ুষ পরিষেবার জন্য কমন ফেসিলিটি সেন্টার স্থাপ, আয়ুর্বেদিক মেডিসিন তৈরির ইউনিট, আয়ুর্বেদের জন্য রিজিওন্যাল রিসার্চ ইনস্টিটিউট স্থাপন ইত্যাদি৷ রাজ্যে বিভিন্ন স্থানে পঞ্চকর্মী শাখা স্থাপন ও আয়ুষ হাসপাতালে স্থাপনের প্রস্তাবও পাঠানো হয়েছে৷ কিন্তু, প্রস্তাবগুলির একটিরও কেন্দ্রীয় সরকার অনুমোদন দেয়নি বলে অভিযোগ বাদল চৌধুরীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *