ফের ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু

সুরাত, ১৫ অক্টোবর হি.স.): ১৯ বছরের যুবতিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বঘোষিত ধর্মগুরু আচার্য শান্তিসাগর মহারাজকে। শনিবার রাতে সুরাত থেকে গ্রেফতার করা হয় শান্তিসাগর মহারাজকেপুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বাবা-মা আচার্য শান্তিসাগর মহারাজের ভক্ত। মেয়েটির অভিযোগ, ১ অক্টোবর তিনি যখন নানপুরায় দিগম্বর জৈন মন্দিরে গিয়েছিলেন তখন তাঁকে ধর্ষণ করেন মহারাজ। এরপর মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। কিন্তু, মহারাজের কিছু ভক্ত মিলে এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করে। পালটা অভিযোগ করে, যুবতি মহারাজের সম্মানহানির চেষ্টা করছেন। এরপর যুবতির ডাক্তারি পরীক্ষা করা হয়। রিপোর্টে পাওয়া যায়, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। মধ্যপ্রদেশের বাসিন্দা ওই যুবতি। ভদোদরার একটি কলেজে পড়াশোনা করেন।