BRAKING NEWS

হিমাচলপ্রদেশের কংগ্রেস শিবিরে জোর ধাক্কা

সিমলা, ১৫ অক্টোবর (হি.স.): হিমাচলপ্রদেশের কংগ্রেস শিবিরে জোর ধাক্কা | বিজেপিতে যোগ দিচ্ছেন বীরভদ্র সিং সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। শোনা যাচ্ছে রবিবার পাকাপাকিভাবে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করতে চলেছেন অনিল শর্মা। দু’দিন আগেই নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপরই জোর ধাক্কা হিমাচলপ্রদেশের কংগ্রেস শিবিরে। ২০১২ সাল থেকে হিমাচলের মসনদে রয়েছেন বীরভদ্র সিং। এবার এই কংগ্রেস শাসনের ইতি টেনে ক্ষমতা দখলের লক্ষ্যে নামছে বিজেপি । লড়াইয়ে তুরুপের তাস হতে পারেন অনিল শর্মা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখ রামের পুত্র অনিল শর্মা। টেলিকম মন্ত্রী থাকাকালীন ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন সুখ রাম। তারপর গত বিধানসভা নির্বাচনে বাবার কেন্দ্র মান্ডি থেকে লড়েন অনিল শর্মা এবং জয় পান। এই কেন্দ্র থেকেই তিনবার বিধায়ক হয়েছেন অনিল শর্মা।
হিমাচল ছাড়াও গুজরাতে রয়েছে বিধানসভা নির্বাচন। একদিকে বিজেপিযখন হিমাচল থেকে কংগ্রেসকে সরানোর লক্ষ্য রাখছে তেমনই গুজরাতে উলটো লড়াইয়ে কংগ্রেস। প্রায় দু’দশক ধরে গুজরাত বিজেপি-র দখলে। গত পরশু নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একদফায় হিমাচলপ্রদেশে নির্বাচন হবে আগামী ৯ নভেম্বর। এরপর শনিবার প্রার্থী নির্বাচনের জন্য দিল্লিতে বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। তখনই সামনে আসে অনিল শর্মার দল ছাড়ার খবর। সঙ্গে সামনে আসে বিজেপি স্কার্ফ গলায় দিয়ে, ভিকট্রি চিহ্ন দেখানো তাঁর একটি ছবি। যা নিশ্চিত করে দিয়েছে আর কংগ্রেসে থাকছেন না অনিল শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *