BRAKING NEWS

প্রমাণের অভাবে আগামীদিনে হাফিজ সঈদকে মুক্তি দেওয়া হতে পারে বলে জানাল পাক আদালত

লাহোর, ১২ অক্টোবর(হি.স.) : নির্দিষ্ট কোন তথ্য প্রমাণের অভাবে ২৬\১১ র মূল চক্রান্তকারী হাফিজ সঈদকে ছেড়ে দিতে পারে লাহোর হাইকোর্ট। বুধবার লাহোর হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র সংবাদপত্রে প্রকাশিক কয়েকটি খবরের ক্লিপিংয়ের ভিত্তিতে কোন মানুষকে দীর্ঘদিন ধরে গৃহবন্ধি করে রাখা যায় না। আদালতের পক্ষ থেকে আরও বলা হয়েছে প্রশাসনের তরফে এই মামলাটি নিষ্পত্তি করার লক্ষ্যে কোন উদ্যোগই দেখা যাচ্ছে না। অন্যদিকে হাফিজ সঈদের উকিল জানিয়েছেন নির্দিষ্ট কোন তথ্য প্রমাণ ছাড়াই তার মক্কেলকে আটক করে রাখা হয়েছে।

উল্লেখ্য ভারতের তরফ থেকে দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছিল যে হাফিজ সঈদই হচ্ছে ২৬/১১ মুম্বই হানার মূল চক্রান্তকারী। ওই সন্ত্রাসবাদী হানায় ১৬৬ জন নিরপরাদ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। পরে আমেরিকা তথা রাষ্ট্রসঙ্ঘের চাপে পড়ে হাফিজ সঈদকে গৃহবন্দী করে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *