BRAKING NEWS

শিক্ষাঙ্গনে হিন্দু বা মুসলিম শব্দটি বর্জন করা উচিত : ইউজিসি

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নামে হিন্দু ও মুসলিম শব্দ ব্যবহার করা হয়। এবিষয়ে ইউজিসির প্যানেলের সুপারিশ, এই ধরনের শব্দ কোনও শিক্ষা প্রতিষ্ঠানের সেকুলার চরিত্র বহন করে না। তাই এই ধরনের শব্দ বর্জন করা উচিত। ১০টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অনিয়মের তদন্তের জন্য প্যানেল গঠন করা হয়েছিল। আর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে রিপোর্ট পেশ করার সময় এই সুপারিশ করে প্যানেল। এএমইউ ও বিএইচইউ ছাড়া অন্য যে বিশ্ববিদ্যালয়গুলির হিসেবনিকেশ এই প্যানেল অডিট করেছে, সেগুলি হল পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, উত্তরাখণ্ডের হেমবতী নন্দন বহুগুণা গাড়োয়াল বিশ্ববিদ্যালয়, জম্মু, রাজস্থান ও ঝাড়খণ্ডের তিনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, ওয়ার্ধার মহাত্মা গান্ধী অন্তরাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয় ও মধ্যপ্রদেশের হরি সিংহ গৌড় বিশ্ববিদ্যালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্যানেলের এক সদস্য বলেন, “কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে এই ধরনের শব্দ সেই চরিত্র প্রতিফলিত করে না। সেক্ষেত্রে শুধু আলিগড় বিশ্ববিদ্যালয় বা বেনারস বিশ্ববিদ্যালয় নামে ডাকা উচিত বা নাম বদলে ফেলা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *