BRAKING NEWS

বিএসএফের ছাউএরগুলিকে লক্ষ্য করে পাকিস্তানের গুলি, সংঘর্ষ অব্যাহত

শ্রীনগর, ৬ অক্টোবর (হি.স) : ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের পুঞ্জের দিগওয়ার সেক্টরে বিএসএফের ছাউনিগুলিকে লক্ষ্য করে গুলি ও মার্টর শেলিং করে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় বিএসএফ। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ এখনও চলছে। হতাহতের কোন খবর নেই। বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে ছোট ও মাঝারি আগ্নেয়াস্ত্র দিয়ে এই হামলা চালায় পাকিস্তান।
উল্লেখ্য গত সোমবার পাকিস্তানের মার্টর শেলিংয়ে নিহত হয়েছিল এক শিশু। এছাড়াও আরও পাঁচজন আহত হয়েছিল। গত কয়েক মাস ধরে পুঞ্জসহ নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের একাধিক সেনা ছাউনি এবং গ্রামগুলিকে লক্ষ্য করে মার্টর হামলা চালায় পাকিস্তান। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে চলতি বছরে এখন পর্যন্ত ৫০৩ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *