BRAKING NEWS

শনাক্তকরণের পরও অসমে পলাতক ৪১,০৩৩ বাংলাদেশি

গুয়াহাটি, ৪ অক্টোবর (হি.স.) : বিদেশি বলে শনাক্ত করা হলেও অসমে ৪১,০৩৩ জন বাংলাদেশিকে এখনও ধরা হয়নি, এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। রাজ্যে বাংলাদেশিদের অবস্থান সম্পর্কে কথা বলতে গিষ়ে একান্ত এক সাক্ষাৎকারে মন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন বিদেশি ট্রাইব্যুনালে বিচারাধীন ১,৮৭,৯৮৫টি মামলা। বিগত দিনে অসম চুক্তির মধ্যে মাত্র পাঁচটি দফার বাস্তবায়ন হয়েছে। এখনও পর্যন্ত ৪,৮৪,৩৮১টি মামলা বিদেশি ট্রাইব্যুনালে পাঠানোর পাশাপাশি ৮৬,৪৮৯ জনকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে শনাক্তকরণ সম্পন্ন হলেও বহু বিদেশি পলাতক। তাদের ধরা সম্ভব হচ্ছে না বলে জানান মন্ত্রী।
মন্ত্রী পাটোয়ারি জানিয়েছেন, সাম্প্রতিককালে ২৯,৬৬৩ জন অবৈধ বিদেশিকে পাঠানোর প্রক্রিয়া চলাকালীন মাত্র ৭১ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে।তাছাড়া রাজ্যের কয়েকটি ডিটেনশন ক্যাম্পে রয়েছেন ৮৩৩ জন বিদেশি। এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্যে অসম-বাংলাদেশ সীমান্তের ৬১.৪৯ কিলোমিটার এলাকা উন্মুক্ত। এর মধ্যে ১৩.৩৮ কিলোমিটার স্থলপথ এবং ৪৮.১১ কিলোমিটার জলপথ। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে রাজ্যের বিজেপি জোট সরকার সীমান্ত সিল করতে বদ্ধপরিকর এবং সে প্রক্রিয়া জোরকদমে চলছে বলেও জানিয়েছেন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *