BRAKING NEWS

লাস ভেগাসে মিউজিক ফেস্টিভ্যাল চলাকালীন এলোপাথারি গুলি, মৃত ২০

লাস ভেগাস, ২ অক্টোবর (হি.স.) : ফের সন্ত্রাস মার্কিন মুলুকে৷ এবার লাস ভেগাসে এক মিউজিক ফেস্টিভ্যাল চলাকালীন অ্যাসল্ট রাইফেল থেকে এলোপাথারি গুলি চালাল এক বন্দুকবাজ | এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম শতাধিক। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, একজন বন্দুকবাজকে খতম করা সম্ভব হয়েছে। তার সঙ্গে আর কেউ ছিল না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
সশস্ত্র পুলিশ বাহিনী জনগণকে ক্যাসিনোর আশেপাশের এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শও দেয় তারা৷ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিক উড়ানও ঘুরিয়ে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমকে পুলিশকর্মীদের অবস্থানের বিষয়ে সংবাদ প্রচার না করারও অনুরোধ জানানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে কি না, সেটা এখনও জানা যায়নি। কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন পুলিশ আধিকারিকরা।
এক ভিডিওতে দেখা গিয়েছে, এক সঙ্গীতশিল্পী গান করছিলেন। সেই সময় হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে গান থেমে যায়। সবাই চিৎকার করতে থাকেন এবং মাটিতে শুয়ে পড়েন। পুলিশকর্মীরা ওই হোটেল ঘিরে ফেলেন। শহরের অন্য কোথাও হামলা চালানো হয়েছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *