BRAKING NEWS

গুজরাতের উন্নয়ন দেখতে রাহুল গান্ধীকে চশমা বদলের পরামর্শ অমিত শাহের

আমদাবাদ, ২ অক্টোবর (হি.স.) : গুজরাতের উন্নয়ন দেখতে হলে, রাহুল গান্ধীর উচিত ইতালীয় চশমা খুলে গুজরাতি চশমা পরা। সোমবার কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে এমনই পরামর্শ দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।
এ বছরের শেষেই গুজরাটে বিধানসভা ভোট। প্রায় দু’দশক সেখানে ক্ষমতায় বিজেপি। প্যাটেল আন্দোলন ঘিরে বিজয় রূপাণি সরকারের বিরুদ্ধে ক্ষোভ তীব্র। বিজেপি’র বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার সুযোগ নিতে রাহুল গান্ধীও মাঠে নেমেছেন। জনসভায় রাজ্যের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। সেই প্রসঙ্গে সোমবার দ্বিতীয় দফার গুজরাট গৌরব যাত্রার উদ্বোধন করে অমিত বলেন, ‘কংগ্রেস বলছে কেন্দ্রের বিজেপি সরকার এই তিন বছরে গুজরাতকে কী দিয়েছে? আমি মনে করাই, গুজরাতে এইমস এসেছে। রাজকোটে হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। নর্মদা বাঁধের উচ্চতা বাড়ানোর ছাড়পত্র পাওয়া গিয়েছে। ছ’লক্ষ শহুরে গরিবকে বাড়ি দিয়েছে সরকার।’ এরপরেই রাহুলকে কটাক্ষ করে অমিত বলেন, ‘রাহুল এসব দেখতে পাচ্ছেন না। কারণ, তিনি ইতালিয় চশমা পড়ে আছেন। উন্নয়ন দেখতে গেলে চশমা বদলে গুজরাটি চশমা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *