BRAKING NEWS

শান্তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চাইল প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৪ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির নির্লজ্জ দৃষ্টান্ত হচ্ছে মান্দাই খবর সংগ্রহ করতে গিয়ে খুন হয়েছেন তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক৷ তাই দোষীদের শাস্তির  জন্য হাইকোর্টের একজন সিটিং জজ দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করার দরকার৷ রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আহুত সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবী জানিয়েছেন কংগ্রেস পরিষদীয় দলনেতা বিধায়ক গোপাল চন্দ্র রায়৷ তাঁর মতে সি বি আই’র নিরপেক্ষতা এখন সন্দেহের  উর্দ্বে নয়৷ রাজ্যে অশান্তি পাকানোর জন্য বামফ্রন্ট ও বিজেপিকে সমকক্ষে রেখে তোপ দেগেছেন বিধায়ক গোপাল রায়৷ দেশের সরকারের রিপোর্ট কন্ট্রোলে কাজ করছে সিবিআই৷ ৮০’র ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষয়িষ্ণু ইমেজ ও গদি বাঁচাতে সাংবাদিককে বলী করার কাঠগড়ায় মুখ্যমন্ত্রীকে দাড় করিয়েছেন তিনি৷ ছোট পার্বতী রাজ্যে সাংবাদিক খুনের ঘটনা দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার হুশিয়ারী দিয়েছেন তিনি৷ সোমবার দুপুরে ডি জি’র সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়ে গণতান্ত্রিক আন্দোলনের সূচনা করা হবে৷ বামেদের বিরুদ্ধে নিহত সাংবাদিকের পরিবারের জন্য একটি সরকারী চাকরী ও ক্ষতিপূরণের দাবী জানিয়েছেন গোপাল বাবু৷ মায়ের কোল খালি করে যারা রাজনীতি করছেন তাদের কড়া বার্তা দিয়ে সরকারকে ব্যবস্থা নিতে বাধ্য করার ঘোষণা দিয়েছেন তিনি৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সহ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন পুর পারিষদ বাসনা দেবনাথ প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *