BRAKING NEWS

শারদোৎসবে রাজধানী এক্সপ্রেস ও বিশেষ ট্রেন চালাতে কেন্দ্রকে চিঠি রাজ্যের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ শারদোৎসবের সময় রেলওয়ে কর্তৃপক্ষ যাতে আগরতলা-কলকাতা-আগরতলা, আগরতলা- ধর্মনগর-আগরতলা রুটে বিশেষ ট্রেন সার্ভিস চালু করে সেজন্য রাজ্যের পরিবহণ মন্ত্রী মানিক দে কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযূূষ গোয়েলের হস্তক্ষেপ চেয়েছেন৷ একই সঙ্গে তিনি ওই সময় রাজধানী এক্সপ্রেস চালুরও দাবী জানিয়েছেন৷ গতকাল রেলমন্ত্রী শ্রী গোয়েলের কাছে লেখা এক পত্রে পরিবহণ মন্ত্রী মানিক দে বলেন, ২৭ সেপ্ঢেম্বর ২০১৭ থেকে শারদোৎসব শুরু হচ্ছে যা দীপাবলীর মধ্য দিয়ে ১৯ অক্টোবর শেষ হচ্ছে৷ এটা হচ্ছে এমন একটা উৎসব যার জন্য ধর্ম, বর্ণ, ভাষার ঊধের্ব ওঠে রাজ্য এবং দেশের অন্যান্য জায়গার সমস্ত অংশের মানুষ নিজেদের মত করে আনন্দ উৎসবে মেতে ওঠার জন্য গভীর আগ্রহ ভরে তাকিয়ে থাকেন৷ এই দিনগুলিতে বর্তমানে চলা যাত্রীবাহী ট্রেন চালানোর পাশাপাশি অতিরিক্ত আরও ট্রেন চালানোর জন্য জনসাধারণের কাছ থেকে দাবী ওঠেছে৷ একই সঙ্গে রাজধানী এক্সপ্রেসকে রাজ্যের সঙ্গে যুক্ত করা রাজ্যবাসীর একটি দীর্ঘ দিনের দাবী৷ রাজ্যবাসী চাইছেন শারদোৎসবের আগেই এই সার্ভিস চালু করতে৷ পূজোর সময় রাজ্যের অভ্যন্তরে এবং বহিঃরাজ্যে যাবার জন্য মানুষের মধ্যে ব্যস্ততা বেড়ে যায় বলে পরিবহণ মন্ত্রী শ্রী দে তার পত্রে উল্লেখ করেন৷ তিনি বলেন, এই সময় বিবিন্ন কাজে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং বহিঃরাজ্যে মানুষ ছুটে যান৷ ফলে রেলের টিকিটের চাহিদাও বেড়ে যায়৷ আগরতলা- ধর্মনগর- আগরতলা এবং আগরতলা -কলকাতা-আগরতলা রুটে বিশেষ ট্রেন সার্ভিস চালানো হলে তা পর্যটনের বিকাশও ত্বরান্বিত করবে বলে পরিবহণ মন্ত্রী তাঁর পত্রে উল্লেখ করেন৷ একই সঙ্গে তিনি বলেন, রাজধানী এক্সপ্রেস চালু হলে তা রাজ্যবাসীর দীর্ঘদিনের দাবী পূরণ করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *