BRAKING NEWS

নলছড়ে বিজেপির পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর করল সিপিএম ক্যাডাররা, দুই দলের সংঘর্ষে পুলিশ সহ গুরুতর জখম ষোলজন

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৩ সেপ্ঢেম্বর৷৷ ছাত্র সংসদ নির্বাচনোত্ত সন্ত্রাসে অগ্ণিগর্ভ হয়ে উঠল নলছড়৷ সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার নলছড়ে সিপিআইএম এবং বিজেপির মধ্যে প্রচন্ড রাজনৈতিক সংঘর্ষ হয়৷ তাতে দুই দলের মোট ১৫ জন আহত হয়েছেন৷ তাদের মধ্যে তিনজনকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ বাকিদের মেলাঘর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়েছেন মেলাঘর থানার ওসি মণিন্দ্র দেবনাথ৷ তিনিও হাসপাতালে চিকিৎসাধীন৷ বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে, কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের তরফ থেকে বুধবার নলছড়ে বিজয় মিছিল করা হয় বিকাল সাড়ে তিনটা নাগাদ৷ এসএফআইয়ের মিছিলে কে বা করা ঢিল ছঁুড়ে বলে অভিযোগ৷ এরপর এসএফআই কর্মী সমর্থক এবং সিপিএম ক্যাডাররা স্থানীয় বিজেপি অফিসে চড়াও হয়৷ বিজেপির পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় তারা৷ বিজেপি অফিসে তখন জনা কয়েক কর্মী সমর্থক ছিলেন৷ তাদের ব্যাপাক ভাবে মারধর করা হয় এবং আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী তছনছ করা হয়৷ পরে খবর পেয়ে বিজেপির কর্মী সমর্থকরা ছুটে আসেন এবং মুখোমুখি সংঘর্ষ শুরু হয় বিজেপি এবং সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে৷ মুহুর্তের মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়৷ আগুন জ্বালিয়ে দেওয়া হয় রাস্তায়৷ অবরোধ করা হয় রাস্তা৷ এসএফআইয়ের বিজয় মিছিলের জন্য যে কয়েকজন টিএসআর এবং পুলিশ মোতায়েন করা হয়েছিল তারা রীতিমতো হতবম্ব হয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গেই তারা খবর দেন মেলাঘর থানায়৷ সেখান থেকে বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে৷ মেলাঘর থানার ওসি মণিন্দ্র দেবনাথ সহ পদস্থ পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেন৷ পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য৷ কিন্তু দুই দলের কর্মীরা পরস্পরে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়৷ এই সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর জখম হয়েছেন ওসি মণিন্দ্র দেবনাথ৷ আরও কয়েকজন পুলিশ কর্মী অল্প আহত হয়েছেন বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷ ঘটনার পর ঐ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ এলাকার পরিস্থিতি থমথমে হয়ে পড়ে৷ দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা পালিয়ে বাড়ি চলে যান৷ এদিকে, এই সংঘর্ষে সিপিএমের ছয়জন এবং বিজেপির ৯ জন আহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে প্রথমে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷
এদিকে, এই ঘটনার পর সিপাহীজলা জেলার পদস্থ পুলিশ অফিসরারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন৷ বসানো হয়েছে অস্থায়ী পুলিশ পিকেট৷ পরিস্থিতির দিকে নজর রেখে চলেছেন পুলিশ অফিসরারা৷ জানা গিয়েছে এই ঘটনার পর বিজেপির রাজ্য কমিটির নেতৃত্বরা সেখানে ছুটে গিয়েছেন৷ পুলিশ প্রশাসনের অফিসারদের সাথে কথা বলেছেন তারা৷ অবিলম্বে এদিনের হামলা হুজ্জুতির সাথে জড়িত সিপিএম ক্যাডারদের গ্রেপ্তার করার দাবী জানিয়েছেন বিজেপি নেতৃত্বরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *