BRAKING NEWS

সাহিত্যিদের নিরাপত্তার ব্যবস্থা করল কর্নাটক পুলিশ প্রশাসন

বেঙ্গালুরু, ১০ সেপ্টেম্বর (হি.স.): গৌরী লঙ্কেশ খুনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই ২৫ জন সাহিত্যিকের নিরাপত্তার জন্য সুরক্ষার ব্যবস্থা করেছে কর্নাটক পুলিশ প্রশাসন৷ এই সাহিত্যিকদের মধ্যে আছেন গিরীশ কারনড়, বারাগুর রামাচন্দ্রপ্পা, কে এস ভাগওয়ান, যোগেশ মাস্টার, বাঞ্জাগির জয়প্রকাশ, পাতিল পুতাপ্পা, চেনাভেরু কানাভি, নটরাজ হুলিয়ার ও চন্দ্রশেখর পাতিল৷ লিনাগিয়াত সম্প্রদায় থেকে হিন্দুকে আলাদা করতে কয়েকজন প্রবক্তা উদ্যোগ নিয়েছেন৷ তাঁদের মধ্যে আছেন প্রাক্তন আইএএস অফিসার এসএম জমাদার৷ গৌরী লঙ্কেশের খুনের পর তাঁকেও পুলিশি প্রহরা দেওয়া হয়েছে৷
লেখক-লেখিকা ও বুদ্ধিজীবীদের নিরাপত্তা দেওয়ার পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া৷ গত সপ্তাহেই এনিয়ে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন৷ যাঁরা ধর্ম ও নিয়মকানুন নিয়ে তাঁদের বক্তব্য পেশ করছেন, তাঁদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন তিনি৷ পুলিশ সূত্রে খবর, “গৌরী লঙ্কেশের হত্যার পর কর্নাটকে ২৫ জনকে নিরাপত্তা দেওয়া হয়েছে৷ এর মধ্যে আছেন অনেক সাহিত্যিক ও বুদ্ধিজীবী৷” লেখক-লেখিকা ও বুদ্ধিজীবীদের একটি তালিকা তৈরি করা হয়েছে৷ তাঁদের বক্তব্যের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে৷
২০১৫ সালের ৩০ অগস্ট কন্নড় স্কলার গবেষক এমএম কালবর্গির খুনের পর ৫ সেপ্টেম্বর খুন হলেন সাংবাদিক গৌরী লঙ্কেশ৷ সোশ্যাল মিডিয়ায় অনেকে এরপর আশঙ্কা প্রকাশ করেন এরপর টার্গেট হতে পারেন বুদ্ধিজীবীরা৷ সোশ্যাল মিডিয়াতেই আবার ঘোষণা করা হয়, বুদ্ধিজীবীরা সত্যিই নিশানায় আছেন৷ এই ঘোষণার পর, ৭ সেপ্টেম্বর বেঙ্গালুরু থেকে বাসানাগৌদা বিরাদর নামে বছর বাইশের এক যুবককে গ্রেফতার করে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *