ইসলামাবাদ, ১০ সেপ্টেম্বর (হি.স.): নতুন প্রতিষ্ঠিত হওয়া এয়ারপাওয়ার সেন্টার অফ এক্সেলেন্স পরিদর্শনে গিয়ে ফাইটার জেট এফ-১৬ চড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি৷ তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি ফাইটার জেট চড়লেন৷ এয়ারফোর্সের এয়ারবেস গিয়েই তিনি এফ-১৬ ফাইটার জেট চড়েন৷ এটি একটিমাত্র ইঞ্জিনের সুপারসোনিক মালট্রিরোল ফাইটার জেট৷ এফ-১৬ ফাইটার জেট তৈরি করেছে আমেরিকা৷ পিএএফ -এর ৯ নম্বর স্কোয়ার্ডনের বিমান এটি৷ পিএএফ মুসাফ এয়ারবেসটি পঞ্জাবের সারগোধা শহরে অবস্থিত৷ সমস্ত সুযোগসুবিধা ও পরিকাঠামোযুক্ত এয়ারবেস এটি৷ পিএএফ প্রফেশনালদের ট্রেনিংয়ের পাশাপাশি এখানে কমব্যাট ক্রুদেরও ট্রেনিং দেওয়া হয়৷ আব্বাসিকে পরিদর্শনের কাজে সাহায্য করেন এয়ারচিফ সোহেল আমন৷ স্যাফরন ব্যান্ডিটের অনুশীলনের সময় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী৷ অক্টোবরে স্যাফরন ব্যান্ডিটের প্রথম মাল্টিন্যাশনাল অনুশীলন হবে৷ ১৯টি এয়ারফোর্স থেকে কর্মীরা এখানে অংশ নেবেন৷ স্যাফরন ব্যান্ডিট হল ফাইটার জেট ও গ্রাউন্ড ট্রুপের মিলিত অনুশীলন৷ আর্মি এভিয়েশন ও আর্মি এয়ারের উপাদান এখানে মজুত থাকবে৷ ৩ বছরে একবার এই অনুশীলনের বন্দোবস্ত করা হয়৷ প্রধানমন্ত্রী প্লেনে ওঠার সময় ও তার পরের ছবি সোশ্যাল সাইটে প্রকাশ পেয়েছে৷