BRAKING NEWS

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রাজনৈতিক দলের প্রধানরা, সংবাদ মাধ্যমের সাথে রাজনৈতিক দলের মত বিরোধ কখনোই মিটবে না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ সংবাদ মাধ্যমের সাথে রাজনৈতিক দলের মত বিরোধ কখনোই মিটবে না৷ রাজ্যের চারটি রাজনৈতিক দলের প্রধানদের সাথে মত বিনিময় সভায় এই তত্ত্বই উঠে এসেছে৷

শুক্রবার আগরতলায় বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন৷ ছবি নিজস্ব৷

শুক্রবার আগরতলায় সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন৷ রাজনৈতিক দলের সাথে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের সম্পর্ক কি ধরনের, এর উপর ভিত্তি করেই রাজনৈতিক দলের প্রধানরা মতামত জানিয়েছেন৷

তাতে, একটা বিষয় স্পষ্ট সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ সবসময় থাকবে৷ শুধু তাই নয়, সংকীর্ণতার উর্দ্ধে উঠতে না পারলে এই বিরোধ আরো বাড়বে বলেই মনে করছেন নেতৃবৃন্দ৷

এদিন, সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর সাফ জানান, সংবাদ মাধ্যমের সাথে মতাদর্শগত সংঘাত বরাবরই থাকবে৷ এই সংঘাত কখনোই কমবে না, বরং বাড়বে বলেই তিনি মনে করেন৷ সাথে তিনি যোগ করেন, সংবাদ মাধ্যম নিরপেক্ষ হতে পারে না৷ কারণ, কোন একটা পক্ষ তাকে নিতেই হবে৷ তাই তিনি নিশ্চিত, রাজনৈতিক দলের এবং সংবাদ মাধ্যমের মধ্যে সমালোচনা, আত্মসমালোচনা চলতেই থাকবে৷

এদিকে, রাজনৈতিক দলের সাথে সংবাদ মাধ্যমের সংঘাত রয়েছে, এই সুরে না বলে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেবের কথায়, উভয় পক্ষকেই সংকীর্ণ মানসিকতার গন্ডির বাইরে বেরুতে হবে৷ তাঁর মতে, রাজনৈতিক দল নানা কথা বলে থাকে৷ তা খবর হিসেবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়৷ সেক্ষেত্রে একা সংবাদ মাধ্যমকে দোষারোপ করা সমুচীন হবে না৷ তাঁর বক্তব্য, সময় বদলেছে৷ তার সাথে পাল্লা দিয়ে রাজনৈতিক দলের কর্মপদ্ধতি এবং সংবাদ মাধ্যমের সংবাদ পরিবেশনায় আমুল বদল হয়েছে৷ তাই সমস্ত ক্ষেত্রেই পেশাদারিত্বই আসা দরকার৷ তাঁর বক্তব্য, রাজনৈতিক দল হউক কিংবা সংবাদ মাধ্যম, সকলকেই ইতিবাচক মানসিকতা সম্পন্ন হতে হবে৷

এদিকে, ব্যতিক্রমী চিন্তাধারা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার৷ তাঁর কথায়, সংবাদ মাধ্যমে যাই প্রকাশিত হউক, তাতে তিনি বিরক্ত হন না৷ বরং তিনি মনে করেন, সংবাদ মাধ্যমকে এবিষয়ে স্বাধীনতা দেওয়া উচিৎ৷

আইপিএফটি সভাপতি এন সি দেববর্মাও মনে করেন, রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের নির্দিষ্ট গন্ডির বাইরে যাওয়া উচিৎ নয়৷ তিনি বলেন, সংবাদ মাধ্যমের সাথে সুসম্পর্ক বজায় থাকুক তা সবসময় চাই৷ সেক্ষেত্রে সংবাদ মাধ্যম ইতিবাচক কিংবা নেতিবাচক খবর প্রকাশ করতেই পারে৷ রাজনৈতিক দল মিথ্যা এবং বিভ্রান্তিকর খবরের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হতে পারে৷ কিন্তু, তাতে পরস্পরের প্রতি সহনশীলতা বজায় থাকবে না৷ তাই, উভয়কেই নির্দিষ্ট গন্ডির বাইরে যাওয়া উচিৎ নয়, বলেন এন সি দেববর্মা৷

এদিকে,স্বাধীন মত প্রকাশের অধিকার আজ খর্ব করা হচ্ছে৷ আক্রান্ত হচ্ছে সংবাদ মাধ্যম এবং সাংবাদিক৷ এই বিষয়ে একমত হয়ে সিপিএম, কংগ্রেস এবং আইপিএফটি নেতৃত্ব সমসুরে গলা মিলিয়েছেন৷ ভিন্ন মত পোষণ করেছেন শুধু বিজেপি রাজ্য সভাপতি৷ সিপিএম রাজ্য সম্পাদক বলেন, দেশে ধর্মনিরপেক্ষতা মৌলিক অধিকার৷ স্বাধীনভাবে মত প্রকাশও মানুষের অধিকার৷ কিন্তু, এখন দেখা যাচ্ছে স্বাধীনভাবে কিছু লেখতে গেলেই খুন হয়ে যাচ্ছেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ধর্ম নিরপেক্ষতা মূল ভিত্তি হলে দেশের জন্য মঙ্গল৷ এর থেকে সরে আসলেই দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে৷ কিন্তু, বর্তমান সময়ে দেশে যা পরিস্থিতি তাতে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা আছে বলে তিনি মনে করেন না৷ একইভাবে সুর চড়ান আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা৷ তাঁর মতে, বর্তমান সময়ে মত প্রকাশের অধিকার মসৃণভাবে পালন করা যাচ্ছে না৷ সংবাদ মাধ্যমের উপর ক্রমাগত আক্রমণ আসছে৷ কিন্তু, তাদের বক্তব্যের সাথে একমত নন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ তাঁর কথায়, দেশে মত প্রকাশের অধিকার আছে বলেই ভারত বিরোধী শ্লোগান উঠলেও কোন কঠোর ব্যবস্থা নেওয়া হয় না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *