BRAKING NEWS

রাজ্যে বুনিয়াদী স্তরে প্রশিক্ষণহীন শিক্ষক রয়েছেন চার হাজার চারশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে বুনিয়াদী স্তরে প্রশিক্ষণহীন শিক্ষক রয়েছেন ৪৪০০ জন৷ কেন্দ্রীয় নির্দেশিকা মোতাবেক তাদের প্রশিক্ষন এবং যোগ্যতা নির্ণয়ের প্রক্রিয়ায় অংশ নিতে হবে৷ মঙ্গলবার মহাকরণে এই সংবাদ জানান অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷
এদিন তিনি বলেন, রাজ্যে বর্তমানে বুনিয়াদী স্তরে শিক্ষক রয়েছেন ৩১৯৮৭ জন৷ এদের মধ্যে ৩ সেপ্ঢেম্বর ২০০১ সালের আগে শিক্ষক পদে নিয়োগ হয়েছেন ১৪৬৫৪ জন৷ এনসিটিই নির্দেশিকা মোতাবেক তাদের প্রশিক্ষণ এবং যোগ্যতা নির্ণয়ের প্রক্রিয়ায় ছাড় দেওয়া হয়েছে৷ কেবলমাত্র ৩ সেপ্ঢেম্বর ২০০১ সালের পরে শিক্ষক পদে নিযুক্ত ৪৪০০জন এই প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে হবে৷ ইতিমধ্যে তাদের রেজিস্ট্রেশন শুরু হয়েগেছে৷ অর্থমন্ত্রীর বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমাপ্ত হবে৷ তিনি আরো জানান, ২০১২ সালে বিজ্ঞান স্নাতক শিক্ষক পদে যারা চাকুরী পেয়েছিলেন তাদেরও প্রশিক্ষণ এবং যোগ্যতা নির্ণয় প্রক্রিয়ায় অংশ নিতে হবে৷ কারণ, তাদেরও শিক্ষক প্রশিক্ষণ নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *