নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স) : গোয়ায় অনুষ্ঠিত ৪৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানির উদ্যোগকে সমর্থন করলেন বলিউডের বাদশা শাহরুখ খান । এক টুইট বার্তায় শাহরুখ খান জানান যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি প্রাসঙ্গিক পদক্ষেপ নিচ্ছেন যাতে করে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মিলিত মঞ্চ হয়ে উঠবে এই চলচ্চিত্র উৎসব ।
অন্যদিকে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি শনিবার জানিয়েছেন যে ৪৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুপারস্টারের উপস্থিতি একান্তভাবে কামনা করেন তিনি ।
৪৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর বসতে চলেছে গোয়ায় । আগামী ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব । গত বছর এই উৎসবে ৯০ টি দেশের প্রায় ৩০০ টি সিনেমা প্রর্দশিত হয়েছিল এই উৎসবে । এমনকি গতবছর স্মৃতি ইরানির একটি সিনেমা ‘ডটার’ এই চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ।
2017-08-20

