BRAKING NEWS

জব হ্যারি মেট সেজলের লোকসান মেটাতে পারেন শাহরুখ

মুম্বই, ১৮ আগস্ট (হি.স.): ছবি ফ্লপ হওয়ায় পরিবেশকদের টাকা ফেরত দিয়েছেন সলমন খান। শাহরুখও সলমনের দেখানো পথেই এগোচ্ছেন। ছবি ফ্লপ হলে পরিবেশক সংস্থাকে বিপুল লোকসানের মুখে পড়তে হয়। একথা মাথায় রেখেই টিউবলাইট সিনেমাটি ফ্লপ হওয়ার পরে পরিবেশককে ৩৫ কোটি টাকা ফেরত দিয়েছেন সলমন।
সম্প্রতি শাহরুখের ছবি জব হ্যারি মেট সেজল ফ্লপ করেছে। পরিবেশক সংস্থা এনএইচ স্টুডিওজ এর ফলে বিপুল লোকসানের মুখে পড়েছে। প্রসঙ্গত, এনএইচ স্টুডিওজ জব হ্যারি মেট সেজল ছবির উপগ্রহ, সঙ্গীত ও ডিজিট্যাল সত্ত্ব কেনে। ছবিটিতে নায়ক শাহরুখ আর নায়িকা অনুষ্কা শর্মা।
জানা গিয়েছে‍, এনএইচ স্টুডিওজ শাহরুখের কাছে টাকা ফেরত চেয়েছে। দিলওয়ালে ফ্লপ হওয়ায় ২০১৫ সালে পরিবেশকদের ২৫ কোটি টাকা ফিরিয়েছিলেন শাহরুখ। এছাড়া, ২০০১ সালে অশোকা ও ২০০৫ সালে পহেলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পরেও পরিবেশকদের টাকা ফেরত দিয়েছিলেন তিনি। সেইমতো এবারও হয়তো তিনি পরিবেশক সংস্থার লোকসান বাঁচাতে টাকা ফেরতের রাস্তায় হাঁটবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *