মাদ্রিদ, ১৭ অগাষ্ট (হি.স.) : বছরের চতুর্থ ট্রফি জিতল রিয়াল মাদ্রিদ৷ বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে ২-০ হারাল রোনাল্ডো বিহীন রিয়াল৷ এ মরশুমে টানা দ্বিতীয়বার কাতালানদের পরাজিত করল জিদানের ছেলেরা৷ ‘গ্যালাকটিকোস’দের হয়ে গোলদুটি করেন আসেনসিও ও বেঞ্জিমা৷ ২০১২ পর এই প্রথম স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল৷
বুধরাত রাতে দর্শকদের প্রত্যাশা ছিল ১-৩ পিছিয়ে থাকা বার্সেলোনা এই ম্যাচে পাল্টা লড়াই দেবে৷ কিন্তু অাশায় ফের ছাই পড়ল৷ নেইমার চলে যাওয়াও বার্সার একদিক প্রায় অকেজো হয়ে পড়ে৷ খেলা শুরুর চার মিনিটেই বার্সার জালে বল জড়িয়ে দেন স্পেনের নতুন প্রতিভা আসেনসিও৷ এনিয়ে টানা ৬৮ ম্যাচে গোল করল রিয়াল৷ ৩৩ মিনিটে ভাসকেসের শট পোস্টে লাগায় বেঁচে যান মেসিরা৷ তবে রিয়ালের আক্রমণ বেশিক্ষণ আটকে রাখতে পারেননি তারা৷ ৩৯ মিনিটে বেঞ্জিমার গোলে ২-০ এগিয়ে যায় ‘লস ব্লাঙ্কোস’৷ বিরতিতে স্কোরলাইন ২-০ রেখে মাঠ ছাড়ে জিদানের ছেলেরা৷ দ্বিতীয়ার্ধে মেসির নেতৃত্বে আক্রমণে ফেরে বার্সা৷ ৫৩ মিনিটে রিয়ালের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলে শট নেন এলএম টেন৷ কিন্তু ক্রসবারে লেগে তা বাইরে চলে যায়৷ ৭১ মিনিটে আর্জেন্তাইন তারকা আরেকটি শট নিয়েছিলেন কিন্তু রিয়ালকে বাঁচিয়ে দেয় পোস্ট৷ নেইমার চলে যাওয়ায় এমনিতেই মেসির উপর চাপ বেড়ে যায়৷ তার উপর ইনিয়েস্তাও ছিলেন না৷ বার্সা খেলা ছিল শুরু থেকেই ছন্দহীন, খেলোয়াড়দের মধ্যে ছিল বোঝাপড়ায় ঘাটতি৷ দলে নতুন খেলোয়াড় না সই করালে শুধু মেসিকে দিয়ে যে আটকানো রিয়ালকে আটকানো যাবে সেটা ভালোই বুঝতে পারছেন বার্সেলোনার কর্তারা৷