ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার ৭টি বিস্ফোরক, জারি সতর্কতা

বাহরাইচ (উত্তর প্রদেশ), ১১ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে সাতটি বিস্ফোরক উদ্ধার করল পুলিশ| উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বাহরাইচ জেলার রুপাইদিহা এলাকা লাগোয়া ভারত-নেপাল সীমান্ত থেকে সাতটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে| বিস্ফোরক গুলি উদ্ধারের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন বম্ব ডিসপোজাল স্কোয়াড ও সশস্ত্র সীমা বল (এসএসবি) আধিকারিকরা|
বিস্ফোরকগুলি উদ্ধার করার পর সীমান্তবর্তী রূপাইদিহা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কমলেশ দীক্ষিত|