ডিব্ৰুগড় (অসম), ০৯ আগস্ট, (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গে ঢুকতে মরিয়া চেষ্টা চালাচ্ছে জামাত-উল মুজাহিদিন বাংলাদেশ-এর জেহাদিরা। জানিয়েছেন অসমের এডিজিপি (স্পেশাল ব্রাঞ্চ) পল্লব ভট্টাচার্য।
আসন্ন স্বাধীনতা দিবস বা এর আগে উজান অসমে জঙ্গি নাশকতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিতে ডিব্ৰুগড়ে এসেছেন এডিজিপি (এসবি) পল্লব ভট্টাচাৰ্য। সঙ্গে রয়েছেন ডিজিপি (এসবি) কুলধর শইকিয়াও। এখানে সার্কিট হাউসে উজানের বিশেষ করে ডিব্রুগড়, তিনসুকিয়া এবং চরাইদেও জেলার শীর্ষ পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হলে এডিজিপি ভট্টাচার্য জানান, স্বাধীনতা দিবসের আগে উগ্রপন্থীরা রাজ্যে নাশকতা ঘটানোর ছক কষছে বলে বহু তথ্য এসেছে অসম পুলিশের হাতে। এই সম্পর্কে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া আগে উগ্রপন্থী-যোগের অভিযোগে যাদের গ্রেফতার বা আটক করা হয়েছিল, তাদের ওপরও তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। তাছাড়া সংবেদনশীল জেলাগুলিতে অতিরিক্ত নিরাপত্তারক্ষী পাঠানো হচ্ছে বলেও জানান পল্লব ভট্টাচার্য।’
এক প্রশ্নের জবাবে এডিজিপি বলেন, যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে রাজ্য পুলিশ সক্ষম। জেএমবি সম্পর্কে বলেন, স্বাধীনতা দিবসের আগেই অসম-সহ উত্তরপূর্বে এবং পশ্চিমবঙ্গে ঢুকতে মরিয়া হয়ে উঠেছে বংলাদেশি জেহাদিরা। কোন কোন পথে তারা ভারত ভূখণ্ডে ঢুকতে পারে তার গোপন তথ্যও রয়েছে অসম পুলিশের হাতে। সে অনুযায়ী পশ্চিমবঙ্গকেও জানানো হয়েছে বলে জানান ভট্টাচার্য। তাছাড়া উত্তরপ্ৰদেশে ধৃত ক্যাডারের স্বীকারোক্তির ভিত্তিতে অসম পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এছাড়া কতিপয় জেএমবি ক্যাডার তাদের নিজের ভুল স্বীকার করে মূলস্রোতে ফিরে আসার ইচ্ছা প্ৰকাশ করেছে বলে এক খবর শুনিয়েছেন ভট্টাচাৰ্য।